যৌথ উদ্যোগের মাধ্যমে রাজনৈতিক, বাণিজ্যিক, অর্থনৈতিক মানবিকসহ সব ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার করবে বাংলাদেশ ও রাশিয়া। বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠানো অভিনন্দন বার্তায় এমনটিই বলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।  

পুতিন বলেন, বাংলাদেশ ও রাশিয়ার গঠনমূলক দ্বিপাক্ষিক সহযোগিতা নিঃসন্দেহে দুই দেশের জনগণের স্বার্থ এবং আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তার উন্নয়নের সঙ্গে সঙ্গতিপূর্ণ হয়। পুতিন জোর দিয়ে বলেন, দুই দেশের সম্পর্ক বন্ধুত্ব ও পারস্পরিক সম্মানের ভালো ঐতিহ্যের ওপর ভিত্তি করে গড়ে ওঠেছে।

পুতিন বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও সাফল্যের পাশাপাশি বাংলাদেশের সব নাগরিকের সুখ ও সমৃদ্ধি কামনা করেছেন।

এদিকে রাশিয়ার ফেডারেল অ্যাসেম্বলির সভাপতি ভেলেন্তিনা আই মাতভিয়েঙ্কো জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে এবং রাশিয়ার প্রধান বিচারপতি ভিয়েচাসলাভ এম লেবেডেভ প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ও অভিনন্দর জানিয়ে বার্তা পাঠিয়েছেন।