ইউক্রেনের দোনেৎস্ক প্রদেশের রুশ নিয়ন্ত্রিত এলাকায় এ বছর শুরুর আগ দিয়ে জেলেনস্কির বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। সেই হামলায় ৬৩ জন রুশ সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার জানিয়েছে, ইউক্রেনীয় বাহিনী ছয়টি হিমার্স রকেট ছুড়েছে। সেগুলোর মধ্যে দুটি ভূপাতিত করা হয়েছে।

চারটি রকেটের আঘাতে মাকিভকা নগরীর সাবেক একটি প্রশিক্ষণ স্কুলে স্থাপন করা অস্থায়ী ব্যারাক ধ্বংস হয়েছে। এ ঘটনায় ৬৩ জন সেনা মারা পড়েছে।

ইউক্রেন এর আগে অধিকৃত দোনেৎস্ক অঞ্চলে মাকিভকা নগরীতে ওই হামলায় প্রায় ৪০০ রুশ সেনা হত্যার দাবি করেছিল। ইউক্রেনের সেনাবাহিনী হিসাব দিয়ে জানিয়েছিল, হামলায় অন্তত ৩০০ জন আহত এবং আনুমানিক ৪০০ জন নিহত হয়েছে।

রুশপন্থি কর্মকর্তারা সেনা হত্যার ওই দাবি অতিরঞ্জিত বলে উড়িয়ে দিয়েছিলেন। এবার রুশ প্রতিরক্ষামন্ত্রণালয় সেনা নিহতের স্বীকারোক্তি দিয়ে মৃতের সংখ্যা জানাল।
সূত্র: সিএনএন