মানিকগঞ্জের ঘিওরে মিনি বেগম (৬৩) নামের এক বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার দিবাগত মাঝ রাতে উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের ভালকুটিয়া গ্রাম গ্রাম থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। আজ বুধবার সকালে বৃদ্ধার মরদেহ ময়না তদন্তের জন্য জেলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

মিনি বেগম ওই গ্রামের মোঃ আব্দুস সামাদের স্ত্রী। তিনি এক ছেলে ও দুই মেয়ের জননী।

বৃদ্ধার স্বামী মো: সামাদ বলেন, ভবানীপুর গ্রামে তার নাতিন বাড়ি থেকে দাওয়াত শেষে রাত ৯টার দিকে বাড়ি ফেরেন। এরপর বৃদ্ধ দম্পত্তি ঘুমিয়ে পরেন। রাত ১২ টার দিকে মো: সামাদের ঘুম ভেঙ্গে গেলে দেখেন ঘরের কেচি গেট খোলা। খোঁজাখুঁজি করে দেখতে পান তাদের বাড়ির দক্ষিণ পাশের আম গাছের ডালের রশি দিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুঁলে আছে।

পরিবার সূত্রে জানা গেছে, মিনি বেগম দীর্ঘদিন যাবত উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিসসহ নানা রোগে ভুগতে ছিল। অসুখের যন্ত্রণা সইতে না পেরে গলায় ফাঁস দিয়া আত্মহত্যা করতে পারে।

ঘিওর থানার ওসি মো: আমিনুর রহমান বলেন, ঘটনা শোনার সাথে পুলিশ পাঠানো হয়েছে। বৃদ্ধার মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতালে ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। থানায় অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।