স্টাফ রিপোর্টার
দেশে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মানিকগঞ্জের হরিরামপুরে ক্যানোলা মানের তেলের মোড়ক উন্মোচন, কৃষকদের সাথে মতবিনিময় সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টার দিকে উপজেলার বাল্লা ইউনিয়নের ভাদিয়াখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ সভার আয়োজন করেন। অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত থেকে ক্যানোলা মানের তেলের মোড়ক উন্মোচন করেন কৃষি সম্প্র্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. বেনজীর আলম।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবু মো. এনায়েত উল্লাহ’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশাসন ও অর্থ উইং এর পরিচালক বশির আহম্মদ সরকার, ঢাকা অঞ্চলের অতিরিক্ত পরিচালক মকবুল আহমেদ, তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের প্রকল্প পরিচালক মো. জসীম উদ্দিন, কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক মো. মোখলেছুর রহমান, হরিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যান সম্পাদক দেওয়ান সাইদুর রহমান ও উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম, হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল গফফার। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে কয়েকশত কৃষক কৃষানি উপস্থিত ছিলেন।