Bangladesh's Rakibul Hasan (L) celebrates with teammates after their victory over India during the ICC Under-19 World Cup cricket finals between India and Bangladesh at the Senwes Park, in Potchefstroom, on February 9, 2020. (Photo by MICHELE SPATARI / AFP)

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের পর মাঠে সৃষ্টি হয় এক অনাকাঙ্খিত ঘটনার। ভারতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে লেগে যায় টাইগার ক্রিকেটারদের। মৌখিক ঝগড়া থেকে সেটা গড়ায় হাতাহাতিতে। শেষ পর্যন্ত দুই দলের কোচিং স্টাফরা এসে ক্রিকেটারদের শান্ত করেন। এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন অধিনায়ক আকবর আলী। তবে এখনও ভারতীয় দলের পক্ষ থেকে কোনো দুঃখ প্রকাশ করা হয়নি। তারা পুরো ঘটনার জন্য বাংলাদেশি ক্রিকেটারদের দোষ দিচ্ছেন।

কাল পচেফস্ট্রুমে রকিবুল হাসান জয়সূচক শেষ রানটি নেওয়ার পর উল্লাসে মাতেন বাংলাদেশের খেলোয়াড়েরা। এ সময়ে ভারতীয়দের সঙ্গে কথা-কাটাকাটি এমনকি সামান্য ধাক্কাধাক্কি হয়। বাংলাদেশ অধিনায়ক এ বিষয়ে বলেন, ‘যা হয়েছে, তা হওয়া উচিৎ ছিল না। আমি জানি না ঠিক কী হয়েছে। আমি জিজ্ঞেসও করিনি কী হচ্ছে। তবে এ তো জানাই ফাইনালে আবেগ-টাবেগ একটু বেশি থাকে। ছেলেরাও একটু বেশি উত্তেজিত থাকে, আবেগ ধরে রাখতে পারে না। তবে তরুণ খেলোয়াড় হিসেবে এমনটা হওয়া উচিৎ নয়।’

জানা গেছে, আইসিসি পুরো ঘটনার তদন্ত করছে। ম্যাচ শেষের পুরো ঘটনা নিয়েই আজ তদন্ত প্রতিবেদন দেবেন আইসিসির ম্যাচ রেফারি গ্রায়েম ল্যাব্রয়। এদিকে আকবর আলী আরও বলেন, ‘যে কোনো অবস্থায়, যে কোনো আচরণে আমাদের উচিৎ প্রতিপক্ষকে সম্মান দেখানো। খেলাটার প্রতিও শ্রদ্ধা থাকা দরকার। ক্রিকেট ভদ্রলোকের খেলা হিসেবেই পরিচিত। তাই আমি বলছি, আমার দলের পক্ষ থেকেই বলছি আমি দুঃখিত।’