বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারা উপজেলার শ্রীপুর ইউনিয়ন আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুর ২ টায় শ্রীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ত্রি-বার্ষিক সম্মেলনের আয়োজন করেন ইউনিয়ন আ’লীগ। উক্ত সম্মেলনে সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হয়েছেন শ্রীপুর ইউনিয়নের চেয়ারম্যান মকবুল মৃধা, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে প্রভাষক জিল্লুর রহমান। শ্রীপুর ইউনিয়ন আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইন্জিঃ এনামুল হক তিনি তার বক্তব্যে বলেছেন, সংগঠনের ইজ্জত রক্ষা করা প্রতিটি নেতাকর্মীর প্রধান লক্ষ্য হওয়া উচিৎ। কারণ আ’লীগের সংগঠণ জাতির জনকের তৈরি সংগঠন। ইউনিয়ন আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের ফলে দলকে গতিশীল করা হচ্ছে। তৃণমূল আ’লীগকে ঢেলে সাজানো হচ্ছে। তৃণমূল আ’লীগকে সুসংগঠিত করতে সম্মেলন। ত্রি-বার্ষিক এই সম্মেলন তৃণমূল আ’লীগকে গতিশীল করবে। তিনি আরো বলেন, নৌকা প্রতীককে আঁকড়ে ধরতে হবে। সুখী সমৃদ্ধশীল দেশ গঠনে আ’লীগ সরকারের বিকল্প নেই। দেশের প্রতিটি নির্বাচনে আ’লীগকে বিজয়ী করতে হবে, তাহলে দেশের উন্নয়ন সম্ভব। দলে থেকে দলের ক্ষতি করার ষড়যন্ত্র করে লাভ নেই। উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন, শ্রীপুর ইউনিয়ন আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের আহ্বায়ক, উপজেলা আ’লীগের শ্রম বিষয়ক সম্পাদ মকবুল হোসেন, আ’লীগ নেতা ইউসুফ আলী, আব্দুর রহমান। উক্ত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আ’লীগের সাবেক সহ-সভাপতি বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, সাবেক সাংগঠনিক সম্পাদক আলফোর রহমান, কৃষি বিষয়ক সম্পাদক অধ্যক্ষ কুমার প্রতীক দাশ রানা, ভবানীগঞ্জ পৌর সভার মেয়র আব্দুল মালেক মন্ডল, তাহেরপুর পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মতিউর রহমান টুকু, আহসান হাবিব, রিয়াজ উদ্দীন আহমেদ, আফতাব উদ্দীন আবুল, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, সহ-দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক ফরহাদ হোসেন মজনু, সামসুল হক, চেয়ারম্যান আসলাম আলী আসকান, আজাহারুল হক, শ্রীপুর ইউনিয়ন আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহমান, হাবিবুর রহমান, উপজেলা কৃষকলীগের সভাপতি এমদাদুল হক, সাধারণ সম্পাদক, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, উপজেলা মহিলা লীগের সভাপতি মরিয়ম বেগম, সাধারণ সম্পাদক কহিনুর বেগম, আ’লীগ নেতা সালাউদ্দীন, বজলুর রশিদ, স্বপন, আরমান আলী, ইউনিয়ন মহিলা লীগের সভাপতি রোকেয়া, সাধারণ সম্পাদক নুরুন নাহার, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি উজ্জল হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, সহ-সভাপতি ইসমাইল হোসেন সান্টু, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, ছাত্রলীগ নেতা আতাউর রহমান, ফিরোজ আহম্মেদ, আব্দুর রউফ প্রমুখ। উক্ত কাউন্সিলে উপজেলার, ইউনিয়ন ও ওয়ার্ড আ’লীগের নেতৃবৃন্দ সহ অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে শ্রীপুর ইউনিয়ন আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে প্রথমে সম্মেলন স্থলে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে শান্তির প্রতীক সাদা পায়রা এবং বেলুন ছেঁড়ে সম্মেলনের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি