মানিকগঞ্জ প্রতিনিধি ঃ ৭ ফেব্রুয়ারি
মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসক এস এম ফেরদৌসের সভাপতিত্বে স্বল্পোন্নত দেশ হতে উত্তরণ প্রক্রিয়া মসৃণ ও টেকসইকরণঃ স্থানীয় প্রতিষ্ঠানসমূহকে সম্পৃক্তকরণ’ শীর্ষক কর্মশালায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মনোয়ার আহমেদ। এসময় উপস্থিত ছিলেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যুগ্ম সচিব জনাব আবদুল বাকি, যুগ্ম সচিব মোঃ আনোয়ার হোসেন, যুগ্মসচিব রেজাউল বাশার সিদ্দিকী ।
কর্মশালয় অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব জনাব মনোয়ার আহমেদ বলেছেন, বাংলাদেশের বর্তমান উন্নয়ন ধারাকে কেউ থামিয়ে রাখতে পারবেনা। তবে এই প্রক্রিয়াকে তরান্বিত করতে হলে স্থানীয় অংশীদারদের উন্নয়ন প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করতে হবে। বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি ও মহাপরিকল্পনা ‘আমার গ্রাম আমার শহর’ এর সার্থক বাস্তবায়নের জন্য এই অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন একান্ত প্রয়োজন। কর্মশালায় জানানো হয় বিগত ১২-১৬ মার্চ ২০১৮ তারিখ মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অনুষ্ঠিত কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি এর ত্রিবার্ষিক পর্যালোচনা সভায় বাংলাদেশ প্রথমবারের মত আনুষ্ঠানিকভাবে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের সকল মানদন্ড পূরণের স্বীকৃতি প্রাপ্ত হয়েছে। কর্মশালায় মানিকগঞ্জের প্রেক্ষাপটে বেশ কিছু সম্ভবনাময় প্রস্তাব তুলে ধরেন অংশগ্রহনকারীরা। কর্মশালায় জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি , গণমাধ্যম ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহন করেন।