মানিকগঞ্জ প্রতিনিধি ঃ ৭ ফেব্রুয়ারি
মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় ব্যবসায়ী রিপন হোসেন লেবুকে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। শুক্রবার দুপুরে উপজেলার বায়রা বাজার এলাকায় এই কর্মসূচি পালন করা হয়।
জানা গেছে, স্থানীয় বায়রা ইউনিয়নে দীর্ঘদিন ধরে মাটি ও বালুর ব্যবসা করে আসছিলেন রিপন হোসেন লেবু। এই মাটির ব্যবসাসহ বিভিন্ন বিষয় নিয়ে তাঁর সঙ্গে বায়রা বাজার বণিক সমিতির সাধারন সম্পাদক দেওয়ান হায়দার আলীর বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে গত বৃহস্পতিবার দুপুরে বায়রা ইউনিয়ন পরিষদের পাশে রিপনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন হায়দার আলী ও তাঁর লোকজন।
এ ঘটনায় বৃহস্পতিবার রাতে নিহত রিপনের বড় ভাই লাবু মিয়া বাদি হয়ে সিঙ্গাইর থানায় হত্যা মামলা করেন। মামলায় হায়দার আলীসহ ১১ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়।
এই হত্যাকান্ডের ঘটনায় গতকাল শুক্রবার বেলা ১২ টার দিকে আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বায়রা বাজার এলাকায় সিঙ্গাইর-বায়রা সড়কে মানবন্ধন কর্মসূচি পালন করেন বাজার ব্যবসায়ী ও এলাকাবাসী। প্রায় এক ঘন্টাব্যাপী এই কর্মসূচিতে বক্তব্য দেন বায়রা বাজার বণিক সমিতির সভাপতি দলিল উদ্দিন, জেলা জজ আদালতের আইনজীবী আবুল কালাম আজাদ, ব্যবসায়ী লোকমান হোসেন ও কোহিনুর ইসলাম প্রমূখ। বক্তারা দ্রুত সময়ের মধ্যে হায়দার আলীসহ অন্যান্য আসামিদের গ্রেপ্তার এবং ফাঁসির দাবি জানান।