ঘিওর প্রতিনিধি, ২৯ জানুয়ারী। মানিকগঞ্জে অবৈধ ভাবে ড্রেজার দিয়ে মাটি কাটা বন্ধ করার জন্য মোবাইল কোর্ট পরিচালনা করার সময়, ড্রেজার মালিক ও ভাড়াটিয়া মাস্তানদের হামলায় মোবাইল কোর্টের ম্যাজিস্ট্রেটের ৪ কর্মচারী আহত হয়েছে। হামলাকারীরা মোবাইল কোর্টের ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসারের সরকারী গাড়ীটি ভাংগচুর করে। এ ব্যাপারে ১৮ জনকে আসামী করে ঘিওর থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি।
ঘিওর থানার মামলা সূত্রে জানা যায়, গতকাল ২৮ জানুয়ারী মঙ্গলবার বিকাল ৪ টায়, মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার নিবার্হী অফিসার ও নির্বাহী মেজিস্ট্রেট আইরিন আক্তার জানতে পারেন, ঘিওর থানার বানিয়াজুরী ইউনিয়নের কেল্লা নামক স্থানে অবৈধ ভাবে ড্রেজার দিয়ে মাটি কাটা হচ্ছে। বিকাল ৫টায় ঐ স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করার সময় মোঃ শরিফের নেতৃত্বে ৫০/৫৫ জন লোক দেশীয় অস্ত্রেশস্ত্র নিয়ে মোবাইল কোর্টের সংগীদের উপর হামলা করে। এ সময় হামলাকারীরা মোবাইল কোর্ট পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভুমি) কে অকথ্য ভাষায় গালিগালাজ করে। হামলাকারীরা উপজেলা নির্বাহী অফিসারের সরকারী জিপটি ভাংগচুর করে। অবস্থা নিয়ন্ত্রনের বাইরে চলে গেলে মোবাইল কোর্টের সবাই স্থানীয় এক জনপ্রতিনিধির বাড়ীতে আশ্রয় নিয়ে নিজেদের রক্ষা করেন। হামলাকারীদের আঘাতে মোবাইল কোর্টের সংঙ্গী মোঃ ফরিদ মিয়া, উপজেলা নির্বাহী অফিসারের ড্রাইভার এনামুল হক ও উপজেলা নির্বাহী অফিসারের কর্মচারী মোঃ শাহা আলম আহত হয়। আহতদের ঘিওর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এদের মধ্যে মারাত্বক আহত ফরিদ মিয়াকে উন্নত চিকিৎসার জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় মোঃ শাহা আলম বাদী হয়ে ১৮ জনকে আসামী করে, ঘিওর থানায় একটি অভিযোগ দায়ের করেন। ঘিওর থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল আলম জানান, মামলাটি রের্কড করা হয়েছে। আসামীদের গ্রেফতার করার চেষ্টা চলছে।