চীনের রহস্যময় ভাইরাসে আরও বেশিসংখ্যক মানুষের আক্রান্ত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। চীনের বাইরে থাইল্যান্ড ও জাপানেও এই ভাইরাসে আক্রান্ত তিনজন রোগীকে শনাক্ত করা হয়েছে। ইতিমধ্যে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহানে দুজন মারা গেছেন। নতুন এই ভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা চীনের দেওয়া তথ্যের চেয়ে অনেক বেশি বলে দাবি করেছেন বিজ্ঞানীরা।

চীন দাবি করেছে, এ ভাইরাসে আক্রান্ত হয়েছে ৪১ জন। তবে ব্রিটিশ বিশেষজ্ঞদের মতে, এ সংখ্যা ১ হাজার ৭০০-র কাছাকাছি। তাঁরা ভাইরাসটি এক ব্যক্তি থেকে অপর ব্যক্তিতে সংক্রমিত হয়ে নানা দেশে ছড়িয়ে পড়ার আশঙ্কাও করছেন। যদিও চীন বলছে, ভাইরাসটি মানুষ থেকে মানুষ নয়, প্রাণী থেকে মানুষে সংক্রমিত হয়েছে।