ঘিওর (মানিকগঞ্জ) সংবাদদাতা : মানিকগঞ্জের ঘিওরে সেতুর সংযোগ সড়ক (অ্যাপ্রোচ) নির্মাণ কাজে চাঁদা না দেওয়ায় সংশ্লিষ্ট ঠিকাদারের প্রতিনিধিকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় এক যুুবকের বিরুদ্ধে।

মঙ্গলবার (৭ মে ) সকালে উপজেলার বড়টিয়া ইউনিয়নের ফুলহারা এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল মঙ্গলবার রাত ৯ টার দিকে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী রফিকুল ইসলাম ।

অভিযুক্ত মো: জনি প্রধান (২৫) উপজেলার বড়টিয়া ইউনিয়নের ফুলহারা গ্রামের জহির মিয়ার ছেলে।

ঠিকাদারি প্রতিষ্ঠান ‘ওরিয়েন ট্রেড ইন্টারন্যাশনাল’ এর সাইট ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম বলেন, মঙ্গলবার সকালে সাইটে কাজ করারত অবস্থায় ২ লক্ষ টাকা চাঁদা দাবি করে জনি। চাঁদা না দিলে কাজ বন্ধ রাখার হুমকি দেয়। চাঁদা দিতে না চাইলে কিল ঘুষি এবং শ্রমিকদের বেলচা দিয়ে আমার মাথা য়ও ঘাড়ে আঘাত করে। আমি এর সুষ্ঠু বিচার চাই। তিনি আরো বলেন, এর আগে সোমবার সন্ধ্যায় সাইটে এসে প্রথম দফায় চাঁদা দাবি করে জনি।

এদিকে অভিযুক্ত মো: জনি প্রধান বিষয়টি অস্বীকার করে বলেন, সেতুর নির্মাণকাজে বাধা কিংবা চাঁদা চাওয়া হয়নি। এটি সম্পূর্ণ মিথ্যা ও বানানোয়াাট। ব্রীজের দুই পাশে মাটি ফেলা নিয়ে গত সোমবার রাতে তাকে অনুরোধ করি। তিনি আমার সাথে বাজে ব্যবহার করেন। আজ (মঙ্গলবার) সকালে সেই কথাকাটির ঘটনা নিয়ে সামান্য মারামারি হয়েছে।

উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আশরাফুল ইসলাম ভূঁইয়া বলেন, বড়টিয়া ফুলহারা আঞ্চলিক সড়কের ইছামতি নদীর ওপর সেতু নির্মাণের কাজ চলছে। সেইখানে সংশ্লিষ্ট ঠিকাদারের প্রতিনিধির কাছে চাঁদা দাবি এবং মারধর করেছে জনি নামের এক যুবক- এমনটা আমি শুনেছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং পুলিশকে জানানো হয়েছে।

ঘিওর থানার ওসি সুকুমার বিশ্বাস বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। (আজ মঙ্গলবার) রাত সাড়ে নয়টার দিকে থানায় মামলা এন্ট্রি হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারে জোর প্রচেষ্টা চলছে।