সেন্ট মার্টিন দ্বীপে অবৈধভাবে গড়ে ওঠা আরো আটটি পর্যটন রিসোর্টের নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দ্বীপে নির্বাহী ম্যাজিস্ট্রেট তামজীদ আহমেদের নেতৃত্বে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা এ অভিযান পরিচালনা করেন। এর আগে গত সপ্তাহে কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের অভিযানে আরো ৯টি অবৈধ রিসোর্টের নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়েছিল।

সেন্ট মার্টিনে দ্বীপে কর্মরত পরিবেশ অধিপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আজহারুল ইসলাম জানান, সম্প্রতি দ্বীপে অবৈধভাবে রিসোর্ট নির্মাণ আবারও বেড়ে গেছে। গত সপ্তাহে কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো আবু সুফিয়ানের নেতৃত্বে পরিচালিত অপর এক অভিযানে আরো ৯টি অবৈধ রিসোর্টের নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়েছিল। গতকালের পরিচালিত অভিযানে রিসোর্ট নির্মাণ বন্ধ ছাড়াও জীববৈচিত্র রক্ষার্থে কেয়াগাছ সংলগ্ন রিসোর্টের মালিকদের কেয়াবনের কোনো প্রকার ক্ষতি না করার বিষয়েও কঠোর নির্দেশনা দেওয়া হয়। 

তিনি জানান, রাতের বেলায় দ্বীপে কাছিমের ডিম পাড়ার স্থানে বৈদ্যুতিক আলো থাকায় এমন প্রজনন মৌসুমেও আগের মতো করে ডিম দিতে আসছে না কাছিম। তাই দ্বীপের উপকূলে রাতে সব ধরনের বাতি বন্ধ রাখতে বলা হয়েছে। 

এ অভিযানে অন্যান্যের মধ্যে সহযোগিতা করেন পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা মোহাম্মদ রিয়াজুল ইসলাম ও মোহাম্মদ মুসাইব ইবনে রহমান।