আব্দুর রাজ্জাক
ঘিওর, মানিকগঞ্জ:
মানিকগঞ্জের ঘিওরে শীতকালীন ফসল উৎসব ও কৃষি উন্নয়ন মেলা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের সাইংজুরী – রামেশ্বরপট্টি খেলার মাঠে শুক্রবার সকালে এই মেলা শুরু হয়ে সন্ধ্যায় শেষ হয়।
স্থানীয় অর্ধশত কৃষক কৃষাণিদের উৎপাদিত শত প্রকার ফসল, ফল, ফুল, ওষধী গাছ, গবাদী পশু, বিলুপ্তপ্রায় চাল, মধু প্রদর্শণ করেন। এছাড়াও পৌষের বাহারী পিঠা পায়েস, কাঁচা খেজুর রস ও দেশীয় আদি সংষ্কৃতি উৎসবে দেশের বিভিন্ন প্রান্তের হাজারো মানুষের সমাগমে মুখরিত হয়ে উঠে মেলা প্রাঙ্গন।
উপজেলার কাউটিয়া গ্রামে অবস্থিত প্রাকৃতিক কৃষি কেন্দ্র ও প্রাণ বৈচিত্র খামারের কৃষক কৃষাণীরা এই মেলার আয়োজন করেন। প্রাকৃতিক কৃষি কেন্দ্রের পরিচালক মো: দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সকালে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান কাজী মাহেলা, অবসরপ্রাপ্ত শিক্ষক মতিন দেওয়ান, সমাজ সেবক দেওয়ান রাজা, কৃষি খামারের প্রশিক্ষক ইফতেখার আহমেদ, স্থানীয় ইউপি সদস্য মো: লেবু মিয়া, কৃষি উদ্যোক্তা মো: আল আমিন, রফিকুল ইসলাম নওশাদ, প্রান্তিক কৃষক ধনী আহমেদ, সোনাই মিয়া, মো: তারা, মোতালেব হোসেন, কালাচাঁদ মিয়া প্রমুখ।
অনুষ্ঠানে স্থানীয় চাষীদের অংশগ্রহণে রাসায়নিক সার ও বিষমুক্ত ফসলের প্রদর্শণী, নিরাপদ ফসল বিক্রি, সবার জন্য দুপুরের খাবার, প্রাথমিক শিক্ষার্থীদের
অংশগ্রহনে প্রকৃতি চেনা প্রতিযোগিতা, পৌষের পিঠা পায়েস উৎসব ও কৃষি
সঙ্গীত ধুইয়া জারি, লালনগীতি, পল্লীগীতি গানের আয়োজন ছিল বেশ প্রাণবন্ত।
মেলায় প্রাণ বৈচিত্র খামার, গাঁয়ের দোকান, আদর্শ খামারী, গ্রাম গবেষণা, কৃষি
পাঠাগার, যৌথ খামার, হোসনে আরার মাটি বাঁচাও খামার, রাজিয়ার নকশী কাঁথা,
ক্ষুদে শিক্ষার্থীদের প্রকৃতি ও কৃষি দৃশ্যসহ ৩০ টি স্টল বসে। পরে ৫ টি শিক্ষা
প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রকৃতি চেনা প্রতিযোগিতায় বিজয়ীদের
মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
মেলায় দর্শনার্থী ঢাকা জজ কোর্টের আইনজীবি মনোয়ারা সুলতানা মীরা বলেন মেলায়
এসে তৃণমূলের কৃষক কৃষাণীদের উৎপাদিত ফসল এবং নাম না জানা অনেক ধরনের
গাছপালার সাথে পরিচিত হতে পেরেছি। আমার খুবই ভাল লেগেছে। আমি মেলা থেকে
সরিষার তেল, লাল আমন চাল, হাতে তৈরী মোয়া ও মধু কিনেছি।
স্থানীয় সাইংজুরী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র লাবিব বলেন আমরা ১৫
জন শিক্ষার্থী মিলে আমাদের গ্রামের প্রকৃতি ও কৃষি পণ্যের ছবি এঁকেছি। এসব
ছবি নিয়ে আমাদের প্রকৃতি ও কৃষি দৃশ্য নামে স্টল নিয়েছি। আমাদের স্টল দেখে
সবাই প্রশংসা করেছেন।
আয়োজক প্রতিষ্ঠানের পরিচালক মো: দেলোয়ার হোসেন বলেন ফসলের ক্ষেতে অব্যাহত
রাসায়নিক সার ও বিষের দূষনে মাটি, জল, বাতাস, খাদ্য বিষাক্ত হয়ে পরেছে। বিষের দূষন
থেকে মুক্ত হয়ে প্রাকৃতিক কৃষি পদ্ধতিতে গত দুই বছর নিরাপদ ফসল উৎপাদন শুরু
করেছে সাইংজুরী রামেশ্বরপট্টি গ্রামের কৃষক কৃষাণী। তাদের উৎপাদিত নিরাপদ ফসল
প্রদর্শণী, পরিচিতি ও বিক্রয়ের জন্য শীতকালীন ফসলের এই উৎসব।