চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জের সাব-রেজিস্ট্রার ইউসুফ আলীর ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে ঘিওরে দলিল লেখকদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার দুপুর দেড়টার দিকে ঘিওর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখকদের সমিতির কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। ঘিওর দলিল লেখক সমিতির সভাপতি আনোয়ারুল হকের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন আহম্মেদ, দলিল লেখক রাজবি মীর, ওবায়দুর রহমান, আজিজুল মজিদ সহ আরো অনেকে। বক্তারা সাব-রেজিস্ট্রার ইউসুফ আলীর ওপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও অবিলম্ভে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান।

ঘিওর দলিল লেখক সমিতির সভাপতি আনোয়ারুল হক বলেন, ‘শিবগঞ্জ উপজেলা সাব-রেজিস্ট্রার ইউসুফ আলীর ওপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। সেইসঙ্গে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। হামলাকারীরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত জমি রেজিস্ট্রেশন কার্যক্রম বন্ধ থাকবে। এটা আমাদের কেন্দ্রীয় সিদ্ধান্ত।’