দীর্ঘ ৪০ বছর কারাভোগের পর করিম ইউনিস (৬৬) নামের জাতিগত ফিলিস্তিনি এক বন্দিকে মুক্তি দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ, সবচেয়ে দীর্ঘ সময় ইসরায়েলি কারাগারে বন্দি থাকা ফিলিস্তিনি তিনি, তবে তাঁর নাগরিকত্ব ইসরায়েলি।
তেল আবিবের উত্তর দিকে অবস্থিত হাদারিম কারাগার থেকে বৃহস্পতিবার ভোরে ইউনিসকে মুক্তি দেয় ইসরায়েলি কারা কর্তৃপক্ষ।
করিম ইউনিস ১৯৮৩ সালে গ্রেপ্তার হয়েছিলেন, তিন বছর আগে সিরিয়ার অধিকৃত গোলান মালভূমিতে একজন ইসরায়েলি সেনাকে হত্যার অভিযোগে আদালতে অভিযুক্ত হন তিনি,
ইউনিস ইসরায়েলের ভেতরে অবস্থিত ফিলিস্তিনি আরব অধ্যুষিত গ্রাম আরার বাসিন্দা, মুক্তি পাওয়ার পর সেখানে পৌঁছলে আত্মীয়-স্বজন ও বন্ধুদের পাশাপাশি গ্রামবাসী তাঁকে সাদরে অভ্যর্থনা জানায়।
গ্রামে পৌঁছে করিম ইউনিস বলেন, ফিলিস্তিনের জন্য আত্মত্যাগ করতে পেরে তিনি খুবই গর্বিত,
আরা গ্রাম থেকে আলজাজিরার প্রতিবেদক ইমরান খান বলেন, ‘ইউনিস ফিলিস্তিনি সংগ্রামের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন, গ্রেপ্তার করে হত্যার অভিযোগে অভিযুক্ত করার সময় তাঁকে ফিলিস্তিনের রাজনীতিতে একজন উদীয়মান তারকা হিসেবে দেখা হতো।
করিম ইউনিসকে প্রথমে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছিল।
পরে সাজা কমিয়ে ৪০ বছর করা হয়, ইসরায়েলের কারাগারগুলোতে বর্তমানে প্রায় চার হাজার ৭০০ ফিলিস্তিনি বন্দি রয়েছে, তাদের মধ্যে ১৫০ শিশু এবং ৮৩৫ জন ব্যক্তি বিনা বিচার বা অভিযোগে আটক রয়েছে,।
সূত্র : আলজাজিরা, এএফপি