পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশ নিয়ে বিদেশি রাষ্ট্রদূতদের মন্তব্য করতে বাধ্য করে আমাদের দেশের কিছু গণমাধ্যম। অনেক রাষ্ট্রদূত বাংলাদেশ সম্পর্কে মন্তব্য করতে চান না। কিন্তু সাংবাদিকদের কারণে বাধ্য হন। এ ব্যাপারে সাংবাদিকদের যত্নশীল হওয়ার আহ্বান জানান তিনি।

আজ মঙ্গলবার (২২ নভেম্বর) সিলেটে দুইদিনব্যাপী জেলা সাহিত্য মেলা ২০২২-এর উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। এসময় তিনি বলেন, ‘গণমাধ্যমে প্রকাশিত মন্তব্য নিয়ে জিজ্ঞেস করা হলে কিছু কিছু রাষ্ট্রদূত জানিয়েছেন, এ বিষয়ে তারা কিছুই জানেন না, কিছু সাংবাদিক তাদের প্রশ্ন করে উত্তর দিতে বাধ্য করেন। ’

মন্ত্রী কথা বলেন পুলিশের চোখে স্প্রে করে জঙ্গি ছিনতাইয়ের ঘটনা নিয়েও। তার কাছে এটি স্রেফ একটি দুর্ঘটনা। তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী খুবই দক্ষতার সঙ্গে তাদের দায়িত্ব পালন করছে। ’

বিএনপির সিলেট বিভাগীয় সমাবেশ নিয়েও কথা বলেন মোমেন। তিনি বলেন, ‘বিএনপির সমাবেশে জনসমাগম নিয়ে নিজেরাই হতাশ। তাদের ইচ্ছে ছিলো আন্দোলন শুরু করার, তারা ব্যর্থ হয়েছে। ’