মোঃ মুস্তাফিজুর রহমান পাভেল ॥
মানিকগঞ্জ ঘিওর উপজেলায় অবৈধ দখলদারের কাছ থেকে সরকারি অর্ধকোটি টাকার জমি উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। এ জমিতে সরকারি আশ্্রয়ন প্রকল্পের ঘর নির্মাণ করা হবে বলে জানিয়েছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্টেট মো: হামিদুর রহমান।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের ধুলুন্ডি গ্রামে অভিযান চালিয়ে ৪২ শতাংশ সরকারি খাস জমি উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার (ম্যাজিষ্ট্রেট) মোঃ হামিদুর রহমান।
বালিয়াখোড়া ইউনিয়ন ভূমি কর্মকর্তা আব্দুল আহাদ মোল্লা বলেন, বালিয়াখোড়া ইউনিয়নের ধুলুন্ডি গ্রামের বড় ধুলুন্ডি মৌজার আর এস খতিয়ান ২১৮, আর এস দাগ নং- ১৩, জমির পরিমান-৩২ শতাংশ এবং আর এস খতিয়ান ১, আর এস দাগ নং-৩৭৭, জমির পরিমান-১০। মোট-৪২ শতাংশ সরকারি জায়গা দীর্ঘদিন ধরে দখল করে ছিলেন কিছু অসৎ ব্যক্তি। তারা ওই জায়গায় স্থাপনা নির্মান করে ভোগদখল করে আসছিলেন।
অভিযান পরিচালনার সময় দখলবাজ প্রভাবশালী ব্যোমকেশ চন্দ্র সরকারের কাছ থেকে সরকারি জায়গা আর কখনো দখল করবে না মর্মে মুচলেকা আদায় করা হয়। এখানে অবৈধভাবে বসবাসকারী দুটি পরিবারকে সরকারী আশ্রয়ন প্রকল্প থেকে দুটি ঘরের ব্যবস্থা করে দেয়ার আশ^াস দেন নির্বাহী অফিসার।
অভিযান চলাকালে উপস্থিত ছিলেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, বালিয়াখোড়া ইউপি চেয়ারম্যান আব্দুল আওয়াল খান, ভূমি অফিসের কানুন গো আব্দুল বাতেন, উপজেলা ভূমি সার্ভেয়ার মো: শহিদুল ইসলাম, বালিয়াখোড়া ইউনিয়ন ভূমি কর্মকর্তা আ: আহাদ মোল্লা, ইউপি সদস্য মো: হানিফ মিয়াসহ প্রশাসনিক ব্যক্তিরা।
ঘিওর উপজেলা নির্বাহী অফিসার মোঃ হামিদুর রহমান বলেন, অভিযান চালিয়ে দখলদারদের কাছ থেকে মূল্যবান ৪২ শতাংশ জমি সরকারী দখলে নিয়ে সেখানে লাল পতাকা টাঙিয়ে দেয়া হয়েছে। উদ্ধারকৃত জায়গায় ভূমিহীনদের জন্য সরকারি আশ্রয়ন প্রকল্পের ১৭টি ঘর নির্মাণ করে দেয়া হবে।