মানিকগঞ্জ প্রতিনিধি ঃ ১০ এপ্রিল
মানিকগঞ্জের সিংগাইরে বিমল মন্ডল (৪০) নামের এক কাঠমিস্ত্রিকে হত্যার দায়ে চন্দ্র লাল অধিকারী (৬৫) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো দুই মাসের বিনাশ্রম কারাদন্ড ও অপর দুই আসামীকে বেকসুর খালাশ দিয়েছেন বিচারক। রোববার দুপুরে মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক উৎপল ভট্টাচার্য আসামীদের উপস্থিতিতে এই রায় দেন।
যাবজ্জীবন সশ্রম কারাদন্ডপ্রাপ্ত চন্দ্র লাল অধিকারী মানিকগঞ্জের সিংগাইর উপজেলার স্বরুপপুর গ্রামে মৃত কুমেদ অধিকারীর ছেলে। একই মামলা থেকে খালাস পয়েছেন স্বরুপপুর গ্রামের দুই ভাই আকুল চন্দ্র রায় এবং নিমাই চন্দ্র রায় ।
সরকার পক্ষের আইনজীবী এপিপি নিরঞ্জন বসাক জানান, ২০১২ সালের ১৫ অক্টোবর সন্ধ্যায় পূর্ব শত্রুতার জের ধরে সিংগাইর উপজেলার স্বরুপপুর গ্রামে জিন্নত আলীর বাড়ির সামনে কাঠমিস্ত্রি বিমল মন্ডলকে ধরালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারত্বক আহত করে দন্ডপ্রাপ্ত আসামী চন্দ্র লাল অধিকারীসহ আরও কয়েকজন। এ ঘটনার পর আহত বিমলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিমলকে মৃত ঘোষনা করেন। ওই দিন রাতে বিমলের পিতা কুসাই মন্ডল সিংগাইর থানায় চন্দ্র লাল অধিকারীকে প্রধান আসামী করে হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা সিংগাইর থানার উপপুলিশ পরিদর্শক এমদাদুল হক ২০১৪ সালে ১৫ এপ্রিল তিনজনকে আসামী করে আদালতে অভিযোগ পত্র দাখিল করেন। এর পর বিজ্ঞ আদালতের বিচারক মোট ১৪ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আসামীদের উপস্থিতিতে রায় ঘোষনা করেন।
আসামীপক্ষের আইনজীবী ছিলেন শিবেন্দ্র কুমার নাগ ও আজাহারুল ইসলাম।
বিপ্লব চক্রবর্তী