ঘিওর (মানিকগঞ্জ) সংবাদদাতা ॥ রমজান উপলক্ষে মানিকগঞ্জের ঘিওরে ৭২৮৫ টি পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে স্বল্প আয়ের মানুষের নিকট টিসিবি’র (ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ) নিত্য প্রয়োজনীয় পণ্য পৌঁছে দেওয়া হবে। ইতোমধ্যে ফ্যামিলি কার্ড প্রস্তুত করে জন প্রতিনিধিদের মাধ্যমে উপকারভোগীদের হাতে পৌঁছে দেওয়া হয়েছে। শনিবার (১৯ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে টিসিবি’র উপকারভোগী বাছাই ও পণ্য বিক্রয় কার্যক্রম সংক্রান্ত সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুর রহমান। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মোহছেন উদ্দিন, সাধারণ সম্পাদক রামপ্রসাদ সরকার দীপু, দপ্তর সম্পাদক মোঃ শফি আলম, প্রচার সম্পাদক মোঃ শরিফুল ইসলাম সহ অন্যান্য প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। ইউএনও হামিদুর রহমান বলেন, রমজান মাস উপলক্ষে ঘিওর উপজেলায় ৭২৮৫ টি পরিবারের মাঝে সরকার কর্তৃক গৃহীত দুই ধাপে টিসিবি’র পণ্য সয়াবিন তেল ২ কেজি , মুশুরের ডাল ২ কেজি , সোলা ২ কেজি, চিনি ২ কেজির এই আকর্ষণীয় প্যাকেজ ভর্তুকি মূল্যে বিতরণ করা হবে। রবিবার সকালে প্রথম পর্যায়ে উপজেলার পয়লা ইউনিয়নের সুবিধাজনক স্থানে এ টিসিবির পণ্য বিতরণ কার্যক্রম শুরু হবে । সংবাদ সম্মেলনে মানিকগঞ্জ জেলার ৮২৯০৪ জন পরিবারের মাঝে দুই ধাপে সরকার কর্তৃক গৃহীত এই আকর্ষণীয় প্যাকেজ বিতরণের তথ্যও জানান।