ফরিদপুরের আলোচিত দুই হাজার কোটি টাকা পাচার মামলায় অভিযোগপত্রভুক্ত আসামি ও সাবেক এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের ছোট ভাই খন্দকার মোহতেশাম হোসেন বাবরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত সোমবার রাত দেড়টার দিকে রাজধানীর বারিধারা এলাকা থেকে ঢাকা মহানগর পুলিশের সহযোগিতায় ফরিদপুর জেলা পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। তিনি ফরিদপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের অন্যতম সহসভাপতি।
ফরিদপুর কোতোয়ালি থানার ওসি এম এ জলিল গতকাল বলেন, গ্রেপ্তার হওয়া বাবরকে বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারের বিষয়ে গতকাল দুপুরে ফরিদপুরের কোতোয়ালি থানায় এক সংবাদ সম্মেলনে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) জামাল পাশা বলেন, সোমবার রাত দেড়টার দিকে রাজধানীর বারিধারা এলাকা থেকে বাবরকে গ্রেপ্তার করা হয়। লিখিত বক্তব্যে তিনি বলেন, সাবেক মন্ত্রী ও ফরিদপুর-৩ আসনের বর্তমান সংসদ সদস্যের ছোট ভাই মোহতেশাম হোসেন বাবর (৬৭) দুই হাজার কোটি টাকা মানি লন্ডারিং মামলার চার্জশিটভুক্ত আসামি। দলীয় ক্ষমতা এবং তাঁর ভাইয়ের ক্ষমতাসহ সব ধরনের ক্ষমতার অপপ্রয়োগ করে তিনি ফরিদপুরে সব টেন্ডার থেকে কমিশন এবং চাকরি বাণিজ্য করে দেশে-বিদেশে অঢেল সম্পত্তি অর্জন করেন বলে তদন্তে তথ্য পাওয়া গেছে।
সংবাদ সম্মেলনে বলা হয়, মোহতেশাম হোসেন জেলা আওয়ামী লীগের বর্তমান কমিটির সহসভাপতি ছিলেন। এর আগে তিনি সদর উপজেলার চেয়ারম্যান ছিলেন। বিশেষ করে সাবেক স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের দাপট ও নিজের প্রভাব খাটিয়ে দেশে-বিদেশে অঢেল সম্পত্তির মালিক হয়েছেন তিনি।
২০২০ সালে বিশেষ অভিযানের সময় তাঁর ছত্রচ্ছায়ায় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনাকারী হাতুড়ি বাহিনী ও হেলমেট বাহিনী আত্মগোপনে চলে যায় বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
বাবরকে গ্রেপ্তার করার খবর শুনে গতকাল ফরিদপুরে আওয়ামী লীগের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আনন্দ মিছিল-সমাবেশ ও মিষ্টি বিতরণ করে। বিকেলে শহরের ভাষাসৈনিক ইমামউদ্দিন আহমাদ চত্বরে সমাবেশে জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি শামীম হক, পৌর মেয়র অমিতাভ বোসসহ অন্যদের উপস্থিতিতে এই মিষ্টি বিতরণ অনুষ্ঠিত হয়। সেখানে বক্তারা বলেন, ফরিদপুর আজ রাহুমুক্ত হয়েছে। মানুষ আর নিপীড়ন-নির্যাতনের শিকার হবে না। সবাই মিলে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার সংগ্রামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ থাকতে হবে। পরে শহরে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি মুজিব সড়ক হয়ে ফরিদপুর প্রেস ক্লাবে গিয়ে শেষ হয়।
ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান জানান, ফরিদপুর শহর আওয়ামী লীগের অব্যাহতিপ্রাপ্ত সাধারণ সম্পাদক বরকত হোসেন ও তাঁর ভাই রুবেলের বিরুদ্ধে সিআইডির পরিদর্শক এস এম মিরাজ আল-মিরাজ বাদী হয়ে ২০২০ সালের ২৬ জুন ঢাকার কাফরুল থানায় দুই হাজার কোটি টাকা অবৈধ অর্জন এবং অর্থপাচারের অভিযোগে মামলা করেন। মানি লন্ডারিং প্রতিরোধ সংশোধনী ২০১৫-এর ৪(২) ধারায় ওই মামলা করা হয়। মোহতেশাম হোসেন বাবর এই মামলার আসামি। তদন্ত শেষে গত বছরের ৩ মার্চ সিএমএম আদালতে ১০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন সিআইডির সে সময়ের সহকারী পুলিশ সুপার উত্তম কুমার বিশ্বাস।