বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের নোয়াপাড়ায় আজ শনিবার (৫ মার্চ) দুপুরে সন্ত্রাসীদের গুলিতে উনুমং মারমা (৪৫) নামের এক যুবক নিহত হয়েছেন। রোয়াংছড়ি থানার ওসি আবদুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুপুর সাড়ে ১২টার পর এ ঘটনা ঘটে। সেখানে পুলিশ পাঠানো হয়েছে।
নিহত উনুমং মারমা পিসিজেএসএস সন্তু লারমা গ্রুপের নেতৃত্বে ছিলেন।
তবে কী কারণে বা কারা তাকে হত্যা করেছে এ বিষয়ে এখনো কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিদ্বন্দ্বী কোনো আঞ্চলিক ক্যাডারদের সাথে দ্বন্দ্বের পরিণতি হিসেবে তাকে হত্যা করা হয়।
সাম্প্রতিক সময়ে রাঙামাটি জেলার রাজস্থলী, কাপ্তাই এবং বিলাইছড়ি উপজেলাসংলগ্ন বান্দরবান পার্বত্য জেলার সদর উপজেলা, রোয়াংছড়ি এবং রুমা উপজেলার বিভিন্ন এলাকায় পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সংগঠন পিসিজেএসএস ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) বিভিন্ন উপগ্রুপের মধ্যে সশস্ত্র সংঘাতে সকল গ্রুপের বেশ কয়েকজন প্রাণ হারায়।