ইউক্রেনে রুশ আক্রমণের ঘটনা চীনের কঠোরভাবে নিয়ন্ত্রিত অনলাইন প্ল্যাটফর্মেও মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের কিছু ব্যবহারকারী রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রশংসা করেছেন এবং তাকে ‘অসাধারণ’ হিসেবে বর্ণনা করেছেন। বিশ্বে মার্কিন প্রভাব মোকাবিলার উপায় হিসেবে তার ক্রিয়াকলাপকে ইতিবাচক হিসেবেই দেখছেন তারা।
একজন মন্তব্য করেছেন, আমি রাশিয়াকে সমর্থন করি এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান।
আরেকজন ব্যবহারকারী লিখেছেন, যুক্তরাষ্ট্র সব সময় বিশ্বে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। চীনে কঠোর সেন্সর থাকা শর্তেও নিজেদের মতামত দিচ্ছে সাধারণ জনগণ। অনেকেই বলেছেন, ইউক্রেনে রাশিয়ার হামলা পুরোটাই অযৌক্তিক আগ্রাসন।
পাঁচজন বিশিষ্ট চীনা শিক্ষাবিদ রাশিয়ার কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে একটি খোলা চিঠি লিখেছেন। রয়টার্সে সেই খোলা চিঠি প্রকাশ করা হয়েছে। তাতে বলা হয়েছে, ইউক্রেনে স্পষ্ট আগ্রাসন চলছে। চীনা প্রবাদ রয়েছে: আপনি হরিণকে ঘোড়া বলতে পারবেন না।
চীনা সোশ্যাল প্ল্যাটফর্মে খোলা চিঠিটি পোস্ট করার কয়েক ঘণ্টার মধ্যেই তা সরিয়ে দেওয়া হয়েছে।
তবে চীনে কত সংখ্যক মানুষ ইউক্রেনে সংঘাত চায় না, তার প্রকৃত তথ্য
পাওয়া কঠিন। এ ধরনের কত সংখ্যক পোস্ট সোশ্যাল মিডিয়া থেকে সেন্সরের কারণে
সরিয়ে দেওয়া হচ্ছে, সেটিরও কোনো তথ্য নেই। যুক্তরাষ্ট্রের সমর্থনে দেওয়া
পোস্টগুলোতে কোনো বাধা না থাকলেও, সেই পরিসংখ্যান কোনো গণমাধ্যমে পাওয়া
যায়নি। তাৎক্ষণিকভাবে বিবিসি এটিও জানাতে পারেনি।
সূত্র: বিবিসি।