মানিকগঞ্জ প্রতিনিধি ঃ ২৮ ফেব্রুয়ারি
মানিকগঞ্জের শিবালয় উপজেলার ষাটঘর তেওতা এলাকায় ১৫ বছরের এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণ মামলায় টুটুল নামে (৩৫) নামে এক ব্যক্তির যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ৫০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ৬ মাসের কারাদন্ড হয়েছে। অর্থদন্ডের টাকা ভিকটিমকে প্রদানের নিদের্শ দিয়েছেন বিচারক। সোমবার দুপুরে মানিকগঞ্জ জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ বেগম তানিয়া কামাল আসামীর অনুপস্থিতিতে এই রায় ঘোষনা করেন। সাজাপ্রাপ্ত আসামী টুটুল জেলার ঘিওর উপজেলার শ্রীবাড়ি এলাকার আব্দুল মান্নান শেখের ছেলে টুটুল।
রাষ্ট্রপক্ষের আইনজীবী নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি একেএম নূরুল হুদা রুবেল জানান ২০১২ সালের ২২ নভেম্বর রাতে জেলার শিবালয় উপজেলার ষাটঘর তেওতা এলাকা থেকে ১৫ বছরের কিশোরীকে অপহরণ ও বিভিন্ন স্থানে আটকিয়ে রেখে ধর্ষণ করে আসামী টুটুল। এ ঘটনায় ২০১২ সালে ১ নভেম্বর ৮ জনকে আসামী করে শিবালয় থানায় মামলা করেন ওই কিশোরীর বাবা। মামলার তদন্ত কর্মকর্তা সাত জনকে মামলা থেকে অব্যাহতি দিয়ে টুটুলকে আসামী করে ২০১৩ সালে ৮ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলায় ৬ জন সাক্ষী গ্রহন করা হয়। আসামী টুটুল আদালত থেকে জামিন নিয়ে পলাতক হয়ে যায়।
বিপ্লব চক্রবর্তী