ইউক্রেনের অন্তত দুটি শহরে বিমান হামলার ব্যাপারে সতর্কতা জারি করা হয়েছে। দেশটির পশ্চিমে রিভনে শহর এবং উত্তর-পশ্চিমে লুটস্ক শহরের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

রবিবার স্থানীয় সময় সকাল ৬টায় এই সতর্কতা জারি করা হয়। এদিকে ইউক্রেনের সুমি’র গভর্নর দিমিত্রি ঝিভিতস্কি বলেছেন, উত্তরাঞ্চলের শহর ওখতিরকায় অন্তত ছয়জন নিহত হয়েছে।

তাদের মধ্যে সাত বছরের এক শিশুকন্যা রয়েছে।

কিন্ডারগার্টেন এবং এতিমখানায় হামলা চালানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি। তবে রাশিয়া সেই অভিযোগ অস্বীকার করেছে।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা অভিযোগ করেছেন, রাশিয়া যুদ্ধাপরাধ করেছে। আন্তর্জাতিক অপরাধ আদালতের মাধ্যমে এ ব্যাপারে তদন্তের আহ্বান জানিয়েছেন তিনি।
সূত্র: বিবিসি।