স্টাফ রিপোর্টার
মানিকগঞ্জ সদর উপজেলায় শনিবার রাতে পৃথক অভিযান চালিয়ে আট লক্ষাধিক টাকা মূল্যের হেরোইন উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় মাদকব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, জেলার হরিরামপুর উপজেলার পূর্ব খলিলপুর গ্রামের রাজীব হোসেন (৩৯), সদর উপজেলার লেমুবাড়ি গ্রামের মাসুদ রানা (৩০), পুটাইল গ্রামের শহিদুল ইসলাম (৪২) ও মুনসের আলী (৩৪), বেউথা গ্রামের রিপন মিয়া (৩১) এবং পশ্চিম দাশড়া গ্রামের সুজন মিয়া (৪১)।
জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবি পুলিশের তিনটি দল জেলা সদরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে সদর উপজেলার বেতিলা এলাকায় ১৫ গ্রাম হেরোইনসহ রাজীব ও মাসুদকে আটক করা হয়। এ ছাড়া একই রাতে সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) প্রাঙ্গণ থেকে ৬৫ গ্রাম হেরোইনসহ শহিদুল ও মুনসের এবং বেউথা এলাকা থেকে ৫ গ্রাম হেরোইনসহ রিপন ও সুজনকে আটক করা হয়।
জেলা ডিবি পুলিশের পরিদর্শক মো. নজরুল ইসলাম বলেন, পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খানের নির্দেশে একই রাতে তিনটি স্থানে অভিযান চালিয়ে ৮ লাখ ৫০ হাজার মূল্যের ৮৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। গ্রেপ্তার ছয়জনের বিরুদ্ধে মাদকব্যবসার অভিযোগে সদর থানায় মামলা হয়েছে।