মানিকগঞ্জ প্রতিনিধি ঃ ২৩ ডিসেম্বর
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামসা ইউনিয়নের উত্তর জামসা গ্রামের আব্দুল মান্নান (৬০) নামের একজনকে হত্যার করার অভিযোগ ওঠেছে। তার বিরুদ্ধে গ্রেফতারীপরোয়ানাসহ একাধিক ডাকাতি মামলা রয়েছে। নিহত মান্নান উপজেলার তালেবপুর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের মৃত কিফাজ উদ্দিনের পুত্র। সে দীর্ঘদিন ধরে শ্বশুর বাড়ি উত্তর জামসা এলাকায় সপরিবারে বসবাস করে আসছিলেন। বৃহস্পতিবার দুপুরে সিংগাইর থানা পুলিশ আব্দুল মান্নানের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাল মর্গে প্রেরণ করেছে।
নিহতের স্ত্রী মনোয়ারা খাতুন (৫০) বলেন, আমাদের সাথে কারো শত্রুতা ছিল না। তবে কয়েকদিন ধরে স্থানীয় ইউসুফ আলী, শাম মিয়া, ছবেদ আলী, মুকছেদ ও বাছিরের জমি থেকে ঘাস চুরি হচ্ছিল। চুরি ঠেকাতে তারা লাঠি-সোটা নিয়ে পাহাড়া দিত। বুধবার সন্ধ্যার দিকে আমার স্বামী একটি কাচি হাতে বাড়ি থেকে বের হয়। এরপর রাতে সে আর বাড়ি ফিরে আসেনি। বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে স্থানীয়রা কালিগঙ্গা নদীর জামশা এলাকায় চোখ উপড়ানো অবস্থায় তার মৃতদেহ দেখে পুলিশে খবর দেওয়া হয়। আমার ধারণা, ওই ঘাস ক্ষেতের পাহাড়াদাররাই আমার স্বামীকে নির্মম ভাবে হত্যা করেছে।
এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, আব্দুল মান্নান ডাকাতির সাথে জড়িত ছিলেন। উপজেলার তালেবপুর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামে বাড়ি হলেও পরিবারের সদস্যদের নিয়ে বিভিন্নস্থানে বাসবাস করেন। সর্বশেষ শ^শুড়বাড়ীতে আত্মগোপন করে বাসবাস করছিলো।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সফিকুল ইসলাম মোল্লা বলেন, আব্দুল মান্নানের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি মামলা রয়েছে। গ্রেফতারীপরোয়ানা নিয়ে সে পলাতক ছিলে। খুন হওয়ার আগের দিন বাড়িতে আসে। বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজনের খবরের ভিত্তিত্বে জামশা এলাকা থেকে আব্দুল মান্নানের লাশ উদ্ধার করা হয়। কি কারণে কে বা কারা তাকে হত্যা করেছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।