স্টাফ রিপোর্টার। সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে মানিকগঞ্জে মানববন্ধন করেছেন জেলা একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির নেতাকর্মীরা। রোববার মানিকগঞ্জ প্রেসক্লাব চত্তরে দুপুরে ঘন্টা ব্যাপি এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি অ্যাড. দীপক কুমার ঘোষ এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, মহিলা আওয়ামী লীগের মানিকগঞ্জ জেলা সভাপতি নীনা রহমান, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির জেলা কমিটির সহ-সভাপতি লক্ষ্মী চ্যাটার্জী, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাড. সাখাওয়াৎ হোসাইন খান, মানিকগঞ্জ সদর উপজেলা যুদ্ধকালীন কমান্ডার সারোয়ার আলম চৌধুরী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মানিকগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক মজিবুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদ সদর উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল রহমান এয়াকুব, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মানিকগঞ্জ জেলা সংসদের সভাপতি এম আর লিটন, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির নারী ফ্রন্টের জেলা শাখার সভাপতি রাজলক্ষ্মী চৌধুরী, সাধারণ সম্পাদক নাজমুন নাহার নাজ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা, ধর্মের নামে সন্ত্রাসী রাজনীতি নিষিদ্ধ ঘোষণা ও সংখালঘু সংরক্ষণ আইন পাশ ও সংখ্যালঘু কমিশন গঠনের জোর দাবীসহ ৭২ এর ধর্ম নিরেপক্ষ সংবিধানে ফিরে যাওয়ার আহবান জানান। সেই সাথে সংখ্যালঘু নির্যাতনে বিগত দিনে যত মামলা হয়েছে তার রায় ঘোষনার দাবি করেন।