স্টাফ রিপোর্টার
আগামী ২৮ নভেম্বর মানিকগঞ্জ সদর উপজেলায় তৃতীয় ধাপে ১০টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। আওয়ামীলীগের সম্ভাব্য প্রার্থীরা রোববার দলের কাছে মনোনয়নের জন্য আবেদন পত্র সংগ্রহ ও জমা দেন। এর আগে শনিবার রাতে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এতে মুঠোফোনে বক্তব্য রাখেন স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক স্বপন।
সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকার বলেন, শনিবার রাতে বর্ধিত সভার সিন্ধান্ত মোতাবেক রোববার জেলা আওয়ামীলীগের কার্যালয় থেকে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশীদের আবেদনের ফরম বিতরণ ও জমা নেওয়া হয়। ১০টি ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ৫০ জন মনোনয়ন প্রত্যাশী দলের কাছে আসন্ন ইউপি নির্বাচনে মনোনয়নের জন্য আবেদন করেন। আবেদনগুলো রাতেই যাচাইবাছাই করে সোমবার আওয়ামীলীগের কেন্দ্রীয় অফিসে পাঠানো হবে। সেখান থেকেই চুরান্ত প্রার্থী মনোনীত করবেন।
এদিকে নির্বাচনকে কেন্দ্র করে সদর উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভায় শনিবার রাতে মুঠোফোনে নেতাকর্মীদের উদ্যেশ্যে বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী জাহিদ মালেক স্বপন। তিনি এসময় বলেন, উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকুক আমরাও চাই, সাধারণ মানুষও চায়। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে এই উন্নয়নের ধারাবাহিকতা থাকবে। আওয়ামী লীগকে ক্ষমতায় থাকতে হলে নির্বাচনে দলীয় প্রার্থীদেরকে জয়লাভ করাতে হবে। ইউনিয়ন পরিষদ অথবা উপজেলা পরিষদ নির্বাচন হোক এবং জাতীয় সংসদ নির্বাচনই হোক না কেন আওয়ামীলীগের প্রার্থীদের জয়ের জন্য সকল নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকবেন। শেখ হাসিনা ক্ষসতায় থাকলে দেশের উন্নয়ন বজায় থাকবে। দেশে শান্তি-শৃঙ্খলা বজায় থাকবে।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আরো বলেন, ‘নির্বাচনে আমরা কোনো বিশৃঙ্খলা এবং বিদ্রোহী প্রার্থী চাই না। আওয়ামী লীগের প্রার্থীকে জয়লাভ করানো আমাদের এক মাত্র লক্ষ্য হবে। তবে সেটা ভোটের মাধ্যমে মানুষের মন জয় করে। আমরা যথেষ্ট উন্নয়ন কাজ করেছি। মানুষ খুশি আছে, তাঁরা নৌকায় ভোট দেবে।’