মানিকগঞ্জ প্রতিনিধি ঃ ১৭ অক্টোবর
মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় পাবজি গেমস খেলা নিয়ে এক কিশোরকে হত্যার অভিযোগে ঢাকা জেলার নবাবগঞ্জ থানায় হত্যা মামলা হয়েছে। পাশাপাশি বৈধ অস্ত্র দিয়ে ভয়ভীতি দেখানোর অভিযোগে মানিকগঞ্জের সিংগাইর থানায় পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে মামলা করেছেন। এই ঘটনায় অভিযুক্ত আলিফকে কিশোর সংশোধনাগারে ও তার মা এবং দুলাভাইকে গ্রেপ্তার দেখিয়ে রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি ) সফিকুল ইসলাম মোল্লা বলেন, মুঠোফোনে পাবজি গেমস খেলা নিয়ে রাজু ও আলিফের মধ্যে ঝগড়া হয়। এরই জের ধরে গত বৃহস্পতিবার সন্ধ্যায় কৌশলে রাজুকে সাইকেলে করে গ্রামের পাশে ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নের রুপারচর এলাকায় নিয়ে যায় আলিফ। সেখানে কালীগঙ্গা নদীর তীরে কাশবনে রাজুকে ইট দিয়ে মাথায় আঘাত করে আলিফ। এতে রাজু মাটিতে লুটিয়ে পড়লে আলিফ দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায়। আহত রাজু শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এই ঘটনাকে কেন্দ্র করে নিহতের স্বজন ও স্থানীয় লোকজন আলিফের বাড়ি ঘেরাও করে তাকে ছিনিয়ে নেওয়ার চেস্টা করে। এসময় আলিফের দুলাভাই মামুদ হাসান খান লাইসেন্সপ্রাপ্ত একটি শর্টগান দিয়ে স্থানীয় লোকজনকে ভয়ভীতি দেখান। এতে স্থানীয় লোকজন আরো উত্তেজিত হয়ে পড়ে ও পুলিশের উপর ইটপাটখেল নিক্ষেপ করে। পরে পুলিশ আলিফ, তার মা হুসনে আরা ও দুলাভাই মামুদ হাসান খানকে লাইসেন্সপ্রাপ্ত একটি শর্টগানসহ আটক করে থানায় নিয়ে আসা হয়। পরে আকটকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে সিংগাইর থানার উপপুলিশ পরিদর্শক শামীম হোসেন বাদি হয়ে মামলা করেছেন। রোববার আসামীদের মানিকগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্টেট আদালতে পাঠানো হয়। বিচারক তাদের জামিন না দিয়ে কিশোর আলিফকে গাজীপুর কিশোর সংশোধনাগারে পাঠান। এদিকে অপর দুই আসামীকে মানিকগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।
এদিকে নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম জানান, নিহত কিশোর রাজুর বাবা মোসলেম উদ্দিন বাদী হয়ে রোববার একটি হত্যা মামলা দায়ের করেছেন। ওই মামলায় একমাত্র আসামী করা হয়েছে কিশোর আলিফ কোরাইশীকে। আসামীকে শোন এ্যারেস্ট দেখিয়ে নাবাবগঞ্জ থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হবে।
বিপ্লব চক্রবর্তী