আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ভার-পাকিস্তান সীমান্ত। কাশ্মীর সীমান্তে দুই দেশের সেনাবাহিনীর সংঘর্ষে দুই ভারতীয় সেনা নিহত হয়েছে।

শুক্রবার দুপুর নাগাদ এলওসি’র পুঞ্চ জেলায় গুলপুর সেক্টরে এই ঘটনা ঘটে। এখনো ব্যাপক গোলাগুলি হচ্ছে সেখানে।

ভারতের দাবি, বিনা প্ররোচনায় এই হামলা চালায় পাকিস্তান। পর পর মর্টার শেলিং করা হয়। আর এর জেরে প্রাণ হারান দুই জওয়ান। আহত হন আরও দুইজন। তাঁদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

তবে পাকিস্তান এ নিয়ে এখনো কোনো বিবৃতি প্রদান করেনি।

এর আগে মঙ্গলবার পুলিশ-জঙ্গি গুলির লড়াইয়ে উত্তপ্ত উপত্যকা উত্তপ্ত হয়ে উঠেছিল। জম্মু ও কাশ্মীরের অবন্তিপুরাতে এক হিজবুল জঙ্গি নিহত হয়। উদ্ধার করা হয় প্রচুর পরিমান অস্ত্র।

তাঁরও আগে বুধবার সকালে জুম্ম কাশ্মীরের নৌসেরা সেক্টরে তল্লাশি অভিযান চালাতে যায় সেনাবাহিনী। সেই সময় সন্দেহভাজন সন্ত্রাসবাদীদের পাকড়াও করতে গিয়ে শুরু হয় সেনার সঙ্গে সংঘর্ষ। পাল্টা জবাব দেয় ভারতীয় সেনা। সেই সময় সংঘর্ষে মৃত্যু হয় ২ ভারতীয় সেনা জওয়ানের।