মানিকগঞ্জ প্রতিনিধি ঃ ২১ আগস্ট
করোনা পরবর্তী জটিলতায় মারা গেলেন মানিকগঞ্জের সাবেক কৃতি ক্রীড়াবিদ , বীর মুক্তিযোদ্ধা বিকাশ চৌধুরী বাচ্চু। শনিবার সকাল আটটায় মানিকগঞ্জ মুন্নু মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮বছর। তিনি স্ত্রী, একপুত্র সন্তান রেখে গেছেন। তিনি একাত্তর টিভি’র ক্রীড়া প্রতিবেদক দেবদুলাল চৌধুরী বাপনের পিতা এবং শহীদ মুক্তিযোদ্ধা তপন চৌধুরীর ভাই।
মানিকগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব কুমার সাহা বলেন, ‘বিকাশ চৌধুরী বাচ্চু ১৯৬৭ সালে ঢাকা প্রথম বিভাগ ফুটবল লীগে ইয়ুথ ক্লাবের পক্ষে খেলেন। পরবর্তীতে পিডব্লিউডি ও ওয়ারী ক্লাবের হয়ে খেলেন। তিনি ১৯৭০ সালে পূর্ব পাকিস্তান যুব ফুটবল দলের সদস্য ছিলেন। এছাড়া, তিনি ১৯৭৪ সালে আন্ত:বিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় ৪০০ মিটার হার্ডলসে স্বর্ণ ও ১০০ গুণিতক ৪শ মিটার রিলেতে রৌপ্য পদক জয় করেন। ’
বীর মুক্তিযোদ্ধা ও সাবেক কৃতি ক্রীড়াবিদ বিকাশ চৌধুরী বাচ্চুর মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করেছেন ক্রীড়াঙ্গন ও রাজনৈতিক অঙ্গনের মানুষেরা। দুপুরে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে শিববাড়ী মহাশ্মশানে সৎকার করা হয়।
বিপ্লব চক্রবর্তী