বেল্লাল হোসেন, ঘোড়াঘাট( দিনাজপুর):
দিনাজপুর ঘোড়াঘাটের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী লালদহ বিলে মাছধরা উৎসব পালিত হয়েছে। ঘোড়াঘাটের মৎস্য কমিটির উদ্দেগ্যে এবং জিয়াউর রহমান ( জিয়া) এর পৃষ্ঠপোষকতায় এ মাছ ধরার উৎসবের আয়োজন করা হয়।
শুক্রবার (২০ই আগস্ট) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ মাছ ধরার চলে। দুইহাজার টাকা সিট ভাড়ার মাধ্যমে বিভিন্ন অঞ্চল থেকে ৬৫ জন মাছ শিকারিরা এ উৎসবে অংশগ্রহণ করে। একজন শিকারির ৪ টি করে ছিপ ফেলানোর সুযোগ রাখা হয়।
মাছ শিকার দেখতে দুর-দুরান্ত থেকে মানুষ এসে জড়ো হয়। যার কারনে এলাকার মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দিপনার সৃষ্টি হয়।
এ সময় লালদহ বিল পরিদর্শন করেন ঘোড়াঘাট উপজেলার নির্বাহি কর্মকর্তা রাফিউল আলম, সহকারি কমিশনার (ভুমি) মাহমুদুল হাসান, (ওসি) তদন্ত মমিনুল ইসলাম, সমাজ সেবক ইঞ্জিনিয়ার ছাপ্পু, বিভিন্ন ওয়ার্ডের কাউনসিলর, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবর্গ।