বেল্লাল হোসেন, ঘোড়াঘাট( দিনাজপুর) সংবাদদাতা:
দিনাজপুরের ঘোড়াঘাট থানা পুলিশ নারী পাচারকারি দলের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে এবং তাদের কাছ থেকে পাচার হয়ে যাওয়া এক কিশোরীকে উদ্ধার করেছে। এ ব্যাপারে ঘোড়াঘাট থানায় মামলা দায়ের করা হয়েছে
গত বুধবার (১৮ই আগস্ট) ঢাকা জেলার আশুলিয়া থানা এলাকা থেকে ঘোড়াঘাট থেকে পাচার হয়ে যাওয়া কিশোরী উদ্ধারসহ পাচারকারি দলের একজন পুরুষ ও একজন নারী সদস্যকে গ্রেপ্তার করেছে ঘোড়াঘাট থানা পুলিশ।
থানা সুত্রে জানা যায়, উপজেলার বিরামহিনপুর( গুচ্ছগ্রাম) এর মোঃ সোনা মিয়া মোল্লা গত সোমবার (১৬ই আগস্ট) তারা মেয়ে মোছাঃ সুমনা আক্তার সোহাগী(১৬), স্থানীয় ওসমানপুর গালর্স স্কুলের নবম শ্রেণির ছাত্রী তাকে খুজে পাওয়া যাচ্ছে না মর্মে থানায় সাধারন ডায়রি করেন। এর প্রেক্ষিতে ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ ( ওসি) আজিম উদ্দিনের নির্দেশে উপ- পরিদর্শক (এসই) নেতৃত্বে গঠিত ফোর্সের মাধ্যমে আশুলিয়া থানার ভাদাইল গ্রাম থেকে আসামি মোঃ আল আমিন (২৬), গ্রামঃ দুর্গাপুর ( হাটপাড়া), জেলাঃ দিনাজপুর ও মোছাঃ রোকসানা আক্তার (২০), গ্রামঃ দেওয়ানপাড়া, থানাঃ গোয়ালন্দ, জেলাঃ রাজবাড়ী কে গ্রেপ্তার করতে সক্ষম হয় এবং অপহৃত সুমনা আক্তারকে উদ্ধার করে।
ওসি আজিম উদ্দিন জানান, সুমনা আক্তার সোহাগীকে বিভিন্ন কৌশলে ফুসলিয় অপহরণ করে নিয়ে যায়। তাকে আসামিরা পাচারের করে দিত। পাচার হওয়ার আগেই আমরা তাদের গ্রেপ্তার করতে সক্ষম হই। তাদের বিরুদ্ধে অপহরন ও নারী পাচার আইনে মামলা হয়েছে।