ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি :
মানিকগঞ্জের ঘিওরে নানা আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। রোববার (১৫ আগস্ট) সকালে শহীদ স্মৃতিস্তম্ভে দিনের শুরুতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা পরিষদ, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, স্থানীয় আওয়ামীলীগ, ঘিওর সাবরেজিষ্ট্রি অফিস, দলিল লেখক সমিতিসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষজন।

সকাল ৯.৩০ মিনিটে ঘিওর সাবরেজিষ্ট্রি অফিসে দোয়া মাহফিল ও দরিদ্র মানুষের মাঝে খাবার বিতরন, সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও আত্ম কর্মসংস্থানমুলোক প্রকল্পের মাধ্যমে ঋণ বিতরনের আয়োজন করা হয়। অনুষ্ঠিত হয়। দুপুরে থানা আওয়ামীলীগের আয়োজনে ঘিওর বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে আলোচনা সভা, দোয়া ও তবারক বিতরন অনুষ্ঠিত হয়েছে। ঘিওর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ ইকরামূল ইসলাম খবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জ- ১ আসনের সাংসদ আলহাজ্ব এ এম নাঈমুর রহমান দূর্জয়।
এসময় আরোও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু মোঃ তায়েবুর রহমান টিপু, ঘিওর থানার অফিসার ইনচার্জ মোঃ রিয়াজ উদ্দিন আহমদ বিপ্লব, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মাহেলা, ঘিওর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আতোয়ার রহমান, ঘিওর বাজার কমিটির সাধারন সম্পাদক আব্দুল মতীন মুসা, যুগ্ম-সাধারন সম্পাদক আতোয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক আলী ইকবাল বাহার শামীম, দপ্তর সম্পাদক গৌরাঙ্গ কুমার ঘোষ, যুবলীগের সভাপতি মোঃ বাবুল বেপারিসহ অংগ সংগঠনের নেতা-কর্মীগণ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ঘিওর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আলীম মিন্টু।
আলোচনা অনুষ্ঠান মেষে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পরে দুস্থদের মাঝে খাবার বিতরন করা হয়।