মানিকগঞ্জ প্রতিনিধি ঃ ২৫ জুলাই
মানিকগঞ্জে করোনার সংক্রমণের হার ও মৃত্যু দুটোই বাড়ছে। গত ২৪ ঘন্টায় জেলায় করোনা সংক্রমিত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৭৪ জনে। এ ছাড়া এ সময়ের মধ্যে নতুন করে আরও ১০৮ জনের করোনা শনাক্ত হয়েছে। রোববার বিকেলে সিভিল সার্জন আনোয়ারুল আমিন আখন্দ এই তথ্য নিশ্চিত করেছেন।
জেলা সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় গত বছরের ৫ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর করোনার সংক্রমণ ধীরে ধীরে বাড়তে থাকে। গত বছরের ডিসেম্বরে করোনার সংক্রমণ কমে আসে। তবে দ্বিতীয় ঢেউ শুরু হলে চলতে বছরের এপ্রিলের মাঝামাঝি সময়ে করোনার সংক্রমণ আবার বাড়তে থাকে। একই সঙ্গে করোনায় মৃত্যুও বাড়তে থাকে।
সর্বশেষ গত ২৪ ঘন্টায় জেলায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় সংক্রমিত হয়ে ৭৪ জনের মৃত্যু হলো। এ ছাড়া গত ২৪ ঘন্টায় জেলার সাতটি উপজেলায় ২৫৮ জনের নমুনা পরীক্ষায় ১০৮ জনের করোনা শনাক্ত হয়। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৪১ দশমিক ৮৬।
নতুন আক্রান্তদের মধ্যে জেলা সদরে ১৯ জন, ঘিওরে ৮ জন, শিবালয়ে ১৭ জন, সিঙ্গাইরে ২৭ জন, হরিরামপুরে ১৯ জন, সাটুরিয়া ও দৌলতপুরে ৯ জন করে রোগী শনাক্ত হয়েছে। তবে এ সময়ে দৌলতপুর উপজেলায় করোনার কোনো রোগী শনাক্ত হয়নি। সব মিলিয়ে এ পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাড়িয়েছে ৩ হাজার ৯৯৫ জনে। এঁদের মধ্যে ২ হাজার ৭২৯ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বাকিরা বিভিন্ন হাসপাতালে ও নিজ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসকের পরামর্শ অনুযাযী চিকিৎসা নিচ্ছেন।
জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব ও সিভিল সার্জন আনোয়ারুল আমিন আখন্দ বলেন, চলমান লকডাউনেও মানুষজন বিনাপ্রয়োজনে বাড়ির বাইরে যাচ্ছেন। তাঁদের অনেকেই স্বাস্থ্যবিধি মানছেন না। গ্রামের মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি মানার প্রবল অনীহা রয়েছে। তাঁদের অনেকে মাস্ক ব্যবহার করেন না। করোনার সংক্রমণ রোধে লকডাউনের বিধিনিষেধ এবং স্বাস্থ্যবিধি মেনে চলা সবার জন্যই অপরিহার্য।

বিপ্লব চক্রবর্তী