মানিকগঞ্জে গত ২৪ ঘণ্টায় ২৭০ জনের নমুনা পরীক্ষা করে ৯১ জনের করোনা শনাক্ত হয়েছে। যা এখন পর্যন্ত এক দিনে সর্বোচ্চ। শনাক্তের হার ৩৩ দশমিক ৭০ ভাগ।

সোমবার (১২ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে সিভিল সার্জন কার্যালয়ের মেডিক‌্যাল অফিসার ডা. রফিকুন্নাহার বন্যা বিষয়টি নিশ্চিত করে জানান, ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।
তিনি জানান, মানিকগঞ্জ সদর উপজেলায় ৩৮ জন, সিংগাইর উপজেলায় ২০ জন, সাটুরিয়া, ঘিওর ও শিবালয় উপজেলায় ৯ জন করে , দৌলতপুর ও হরিরামপুর উপজেলায় ৩ জন করে রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ৯৩ জনে। এরমধ্যে ২ হাজার ৪৩৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বাকিরা বিভিন্ন হাসপাতালে ও নিজ বাড়িতে থেকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিচ্ছেন।