ঘিওর (মানিকগঞ্জ) সংবাদদাতা \
ব্রাজিল বনাম আর্জেন্টিনা কোপা আমেরিকা ফাইনাল খেলা নিয়ে মানিকগঞ্জের ঘিওরের গ্রামে গঞ্জে বিষাদ ও আনন্দের উম্মাদনা লক্ষ করা গেছে। করোনায় বিপর্যস্ত স্থবির জীবনে এই ফাইনাল ফুটবল খেলা যোগ করেছে এক ভিন্নমাত্রা। এর ম‚ল কারন বিশ্ব ফুটবলে দুই চিরপ্রতিদ্বন্দী ব্রাজিল আর আর্জেন্টিনা। এদিকে বিজয়ী আর্জেন্টিনার ভক্ত-সমর্থকদের তোপের মুখে নিশ্চুপ ব্রাজিল সমর্থকরা।
লকডাউনের কারনে বিধি নিষেধ থাকায় রাস্তায় কেউ আনন্দ মিছিল বের করেন নি। তবে পাড়ায় কিংবা এলাকার মোড়ে মোড়ে আর্জেটাইন্টন সমর্থকরা আনন্দ উলাস কিংবা রং মাখামাখির খবর পাওয়া গেছে। এসব ছবি আবার আপলোড করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অপর দিকে কোপা আমেরিকার ফাইনালে পরাজয় বরণ করা ব্রাজিল সমর্থকরা রয়েছেন অনেকটা নিশ্চুপ ভ‚মিকায়।
খেলার আগে অনেকেই ফেসবুকে ব্রাজিলের পতাকা কিংবা জার্সি গায়ে ছবি পোস্ট করলেও আজ সকাল থেকেই উধাও সেইসব ছবি। আর আর্জেন্টিনার সমর্থকদের ফেসবুক-মেসেঞ্জার ওয়াল জুড়ে কেবলই মেসি-ডি মারিয়ার হাসোজ্জল ছবি। বিপরীত দলের ভক্তদের নানা ধরনের কটুক্তি আর কড়া সমালোচনার ঝড় বইছে।
সরজমিন ঘিওরের বড়টিয়া ইউনিয়নের ফুলহারা এলাকায় গিয়ে ভোরে দেখা যায়, জনৈক চা বিক্রেতা তার টিভিতে খেলা দেকার জন্য দর্শকদের স্থান সংকুলিত না হওয়ায়, দোকানের বাইরে টিভি প্রদর্শনের ব্যবস্থা করে দেন। এলাকার নারী পুরুষ শিশুসহ বিভিন্ন মানুষজন খেলা উপভোগ করছেন। এসময় এক দলের সমর্থকরা অন্য দলের সমর্থকদের বিভিন্ন ধরনে ইঙ্গিতময় কথা বার্তা বলতে শোনা গেছে। খেলা শেষে বানিয়াজুরী ইউনিয়নের জাবরা বাজার আর্জেন্টাইন সমর্থকদের এলাকার ভেতরে ছোট একটি আনন্দ মিছিল বের করার খবর পাওয়া গেছে। এসময় বিপরীত দলের সমর্থকদের মাথায় পানি ও ডিম েেভঙ দেয়ার ঘটনারও খবর এসেছে এ প্রতিবেদকের কাছে।
এদিকে উপজেলার সিংজুরী, বানিয়াজুরী, বরটিয়া, পঞ্চ রাস্তার মোড়, কেলাই, তরা এলাকায় দর্শক সমর্থকদের আনন্দ উদযাপনের ছবি ফেসবুক মারফত দেখা গেছে। উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের পুটিয়াজানী গ্রামের আর্জেন্টাইন গোড়া সমর্থক জাহাঙ্গীর আলম বলেন, স্বাস্থ্যবিধি মেনে আমরা এলাকায় খেলা দেখেছি। কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আনন্দে আমরা মিষ্টি মুখ করিয়েছি।
খেলা শেষে বানিয়াজুরী বাসষ্ট্যান্ডের ব্যবসায়ী মোঃ লোকমান মোল্লা বলেন, মনে হচ্ছে সেই আগের দিন ফিরে পেলাম। পরিবারের সবাই একসাথে খেলা দেখেছি। আর্জেন্টিনার জয়ে খুব আনন্দিত হয়েছি। রাথুরা গ্রামের ব্রাজিল ভক্ত স্কুল ছাত্রী রিতু মাহমুদা বলেন, খেলা দেখে হতাশ হয়েছি। খেলায় জয় পরাজয় থাকবেই। তবে বন্ধু বান্ধবদের অতিরিক্ত টিজের শিকার হচ্ছি। এটাও এক প্রকার আনন্দের।
ঘিওর প্রেসক্লাবের সভাপতি মোঃ আনোয়ারুল হক এক প্রতিক্রিয়ায় বলেন, কোপা আমেরিকার ফাইনাল ম্যাচ ব্রাজিলে অনুষ্ঠিত হলেও টান টান উত্তেজনা ছিল। শুনেছি কয়েকস্থানে আর্জেন্টিনার সমর্থকেরা আনন্দ মিছিল করে। তবে পুলিশের ভয়ে কোনো মিছিলই সড়ক পর্যন্ত আসতে পারেনি সমর্থকেরা। খেলায় হারের পর ব্রাজিলের সমর্থকদের কোনো তৎপরতা চোখে পড়েনি।