মানিকগঞ্জ প্রতিনিধি। ৭১ মেকানাইজড ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজিম-উদ-দৌলা, পিএসসি জানান, টহল কার্যক্রমের পাশাপাশি আগামিতে সেনাবাহিনী ত্রাণ সামগ্রি বিতরণ এবং মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করবে। বাংলাদেশ সেনাবাহিনীর ৯ পদাদিক ডিভিশনের ৭১ মেকানাইজড বিগ্রেডের অধিনস্ত ১৫ ইস্ট বেঙ্গল গত ১ জুলাই থেকে মানিকগঞ্জ জেলায় ইন এইড টু সিভিল পাওয়ার এর আওতায় টহল কার্যক্রম পরিচালনা করে আসছে। এর ধারাবাহিকতায় ৪ জুলাই মানিকগঞ্জ বাসট্যান্ডে সেনাবাহিনীর টহল কার্যক্রম পরিদর্শন করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন ১৫ ইস্ট বেজ্ঞল এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ ফারহান হায়দার রহমান, এসইউপি, পিএসসি এবং টহল ক্যাপ্টেন আকিব।
পরিদর্শন শেষে জেলা প্রশাসকের সাথে করোনা পরিস্থিতি মোকাবেলায় করনীয় সম্পর্কে মতবিনিময় করেন।
উল্লেখ্য, সেনাবাহিনী, স্থানীয় প্রশাসন, পুলিশ, বিজিবি এবং আনসার সদস্যরা কঠোর লকডাউন বাস্তবায়নে সমন্বিত কার্যক্রম পরিচালনা করে করোনাকালীন এই সময়ে মানুষর নিরাপত্তা নিশ্চিত করছে ।