মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শ্রদ্ধা ও ভালোবাসায় ঢাকার গুলশানের হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় নিহত পুলিশ কর্মকর্তা রবিউল করিমের প্রঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে পুলিশ লাইন্সে স্থাপিত শহীদ রবিউলের প্রতিকৃতিতে পুস্পস্তবক প্রদান করেন পুলিশ সুপার রিফাত রহমান শামীম।  
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার হাফিজ উদ্দিন, আবু মোহাম্মদ রায়হান, ভাস্কর সাহাসহ পুলশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। পুস্পস্তবক অর্পণ শেষে দোয়া ও মোনাজাত করা হয়।

অপর দিকে রবিউলের গ্রামের বাড়ি সদর উপজেলার কাটিগ্রামে তার মৃত্যুবার্ষিকী পালন করা হয়।   উল্লেখ্য, ২০১৬ সালে গুলশান হলি আর্টিজানে জিম্মি উদ্ধার অভিযানে নিহত হন মানিকগঞ্জের সন্তান মহানগর গোয়েন্দা (ডিবি)পুলিশের জ্যেষ্ঠ সহকারী কমিশনার রবিউল করিম।  
আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় সীমিত পরিসরে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে মানিকগঞ্জের কাটিগ্রামে রবিউল করিমের কবরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন রবিউল করিমের প্রতিষ্ঠিত বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য গড়া শিক্ষা প্রতিষ্ঠান ব্লুমস (বিকনিং লাইট অর্গানাইজেশন অব ম্যানকাইন্ড অ্যান্ড সোসাইটি) পরিবার, ও স্থানীয় পুলিশ প্রশাসন।এসময় রবিউলের ব্যাচমেট মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা, কৃষ্ণপুর ইউনিয়েনের চেয়ারম্যান বিপ্লব হোসেন সেলিম, ব্লুমসের সভাপতি জি.আর শওকত আলী, রবিউলের ছোট ভাই শামসুজ্জামান উপস্থিত ছিলেন। এরপর যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ব্লুমসে সীমিত পরিসরে দোয়া মাহফিল করেন তারা।