ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি।

সরকার ঘোষিত কঠোর বিধি নিষেদের লকডাউনের প্রথম দিনে মানিকগঞ্জের ঘিওরে প্রশাসনের কঠোর নজরদারি অব্যাহত রয়েছে। ঘিওরে খোলেনি কোন দোকানপাট, রাস্তাঘাটে ছিল না কোনো যানবাহন।
এ সময় ঘিওর- ঢাকা এবং বরঙ্গাইল- ঘিওর- টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কে অনুমোদিত নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর ট্রাক লরী ছাড়া কোন ধরনের যানবাহন লক্ষ করা যায়নি।
ঘিওর উপজেলাধীন ঢাকা- আরিচা মহাসড়কের বানিয়াজুরী এলাকায় সরেজমিন সকাল ১১ টায় দেখা যায়, পুলিশের কঠোর অবস্থান। এ সময় ঘিওর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ওয়াহিদা শাবাব সহ ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব ও ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোঃ মহাব্বত খানের নেতৃত্বে একদল পুলিশ চেক পোষ্ট বসিয়ে অবস্থান করতে দেখা গেছে।
ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের প্রবেশদ্বার বারবারিয়া, ধল্লা
এবং পাটুরিয়া ঘাট এলাকায় চেক পোষ্ট বসিয়েছে পুলিশ। এই পয়েন্ট গুলোতে যানবাহন ও সাধারণ মানুষের চলাচল নিয়ন্ত্রণে কাজ করছে উপজেলা প্রশাসন, পুলিশ ও ম্যাজিষ্ট্রেটের একাধিক টিম।
এ সময় পথচারী ও নিত্যপ্রয়োজনীয় দোকান
ব্যবসায়ীদের আইন মেনে চলার জন্য প্রচার প্রচারনা চালিয়ে যাওয়া হয়।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব জানান, সরকার ঘোষিত লকডাউনের প্রথম দিনে আমরা সড়ক-মহাসড়ক ও হাট বাজারে কড়া নজরদারিতে রেখেছি। অনুমোদিত ছাড়া কোন যানবাহন চলাচল করতে দেইনি।