ঘিওর (মানিকগঞ্জ) : কাজের স্বীকৃতিস্বরূপ জাতীয় শুদ্ধাচার পুরস্কার ২০১৯-২০২০ এর জন্য নির্বাচিত হলেন শিবালয় সার্কেলের (ঘিওর, দৌলতপুর, শিবালয়) অতিরিক্ত পুলিশ সুপার তানিয়া সুলতানা।

জানা গেছে, মন্ত্রীপরিষদ বিভাগের জারিকৃত শুদ্ধাচার পুরুস্কার নীতিমালা অনুসরণ করে বাংলাদেশ পুলিশের বিভিন্ন জেলা/ইউনিটের ৬জন নারী কর্মকর্তা/কর্মচারীসহ মোট ৯৫ জনকে এ শুদ্ধাচার পুরুস্কার প্রদানের জন্য নির্বাচিত করা হয়েছে। এর মধ্যে ১ থেকে ১০ গ্রেডে ৩৭ জন, ১১ থেকে ২০ গ্রেডে ৫১জন এবং ইউনিট প্রধান হিসেবে ৭জন নির্বাচিত হয়েছেন। সাত জন ইউনিট প্রধানের মধ্যে মানিকগঞ্জের শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তানিয়া সুলতানা ইউনিট প্রধান হিসেবে এ পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন।

মন্ত্রীপরিষদ বিভাগ থেকে এ পুরুস্কার প্রদান করা হয়েছে।পুরুস্কার হিসেবে প্রত্যেকের এক মাসের মুল বেতনের সমপরিমাণ অর্থ প্রদান করা হবে বলে জানা গেছে।
উল্লেখ্য তানিয়া সুলতানা মানিকগঞ্জে অতিরিক্ত পুলাশ সুপার পদে যোগদান করার পর থেকে তার সার্কেলে ঘিওর, দৌলতপুর, শিবালয়) এলাকায় বিট পুলিশিং কার্যক্রম জনমুখি করার পাশাপাশি চাঞ্চল্যকর হত্যা মামলার আসামী গ্রেফতার, চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক, জুয়া,  বাল্য বিবাহ বন্ধ ও জমি সংক্রান্ত বিরোধ সমাধানে কার্যকরী ভূমিকা রাখায় জনসাধারনের প্রশংসা কুড়িয়েছেন।  

পুরস্কার প্রাপ্তিতে অতিরিক্ত পুলিশ সুপার তানিয়া সুলতানা বলেন, কাজের মূল্যায়নপূর্বক স্বীকৃতি হিসেবে জাতীয় শুদ্ধাচার পুরস্কার প্রদানের জন্য আমাকে  নির্বাচিত করায় প্রথমে কৃতজ্ঞতা প্রকাশ করছি মহান সৃষ্টিকর্তা আল্লাহর নিকট। এরপর কৃতজ্ঞতা জানাচ্ছি মানিকগঞ্জ জেলার সুযোগ্য  অভিভাবক পুলিশ সুপার রিফাত রহমান শামীম, পিপিএম মহোদয়ের প্রতি। আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ঢাকা রেঞ্জের মাননীয় ডিআইজি হাবিবুর রহমান বিপিএম-বার, পিপিএম-বার  মহোদয় সহ সকল অতিরিক্ত ডিআইজি স্যার ও উর্দ্ধতন স্যারগণের প্রতি। এই মূল্যায়ন আমাকে প্রতিনিয়ত সততার সাথে আমার উপর অর্পিত দায়িত্ব পালনে অনুপ্রাণিত করবে। আপনারা আমার জন্য দোয়া করবেন।   আমি যেন আমার উপর অর্পিত দায়িত্ব সঠিক এবং নিষ্ঠার সাথে পালন করতে পারি।

আব্দুর রাজ্জাক