পবিত্র শবেবরাত উপলক্ষে আগামী ৩০ মার্চ সরকারি ছুটি থাকবে। পূর্বঘোষণায় এই ছুটি রাখা ছিল ২৯ মার্চ। গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
পবিত্র শবেবরাত পালিত হয়ে থাকে শাবান মাসের ১৫তম রাতে (১৪ শাবান দিবাগত রাত)। এবার রজব মাস ৩০ দিন পূর্ণ হওয়ায় শবেবরাত পালিত হবে আগামী ২৯ মার্চ দিবাগত রাতে। ‘সৌভাগ্যের রজনী’ হিসেবে পরিচিত লাইলাতুল বরাতের পুণ্যময় রাতটি বাংলাদেশসহ বিভিন্ন দেশের মুসলমানরা নফল নামাজ, কোরআন তিলাওয়াতসহ ইবাদত-বন্দেগির মাধ্যমে অতিবাহিত করে। সাধারণত শবেবরাতের পরের দিন সরকারি ছুটি থাকে। তারই ধারাবাহিকতায় ৩০ মার্চ সরকারি ছুটি থাকছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এও বলা হয়েছে, যেসব অফিসের সময়সূচি ও ছুটি তাদের নিজস্ব আইন-কানুন দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে অথবা যেসব অফিস, সংস্থা ও প্রতিষ্ঠানের চাকরি সরকার অত্যাবশ্যক চাকরি হিসেবে ঘোষণা করেছে, সে ক্ষেত্রে সংশ্লিষ্ট অফিস, সংস্থা ও প্রতিষ্ঠান নিজস্ব আইন-কানুন অনুযায়ী জনস্বার্থ বিবেচনা করে এ ছুটি পুনর্নির্ধারণ করবে।