মানিকগঞ্জ ঃ মানিকগঞ্জের শিবালয়ে জামসা গ্রামে জমি নিয়ে বিরোধে লাল চাঁন নামের এক কৃষক হত্যার দায়ে ৪ জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত ।
রবিবার(২১ মার্চ) দুপুরের দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মীর রুহুল আমিন আসামিদের উপস্থিতিতে ৪ জনের যাবজ্জীবন কারাদন্ড ও বাকি ৮ জনের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস প্রদানের রায় প্রদান করেন । এছাড়া দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ এসেছে রায়ে। দণ্ডপ্রাপ্তরা হলেন মোঃ জমির হোসেন, মোঃ জহুর আলী, সুমন হোসেন ও মতিয়ার রহমান ।
মামলার সংক্ষিপ্ত বিবরনে জানা যায়, ৪০ শতাংশ কৃষি জমি নিয়ে কৃষক লাল চাঁন ও আসামিদের মধ্যে বিরোধ চলছিলো ,২০১৫ সালের ২ এপ্রিল দুপুরের দিকে জমিতে থাকা ধান নষ্ট করে ফেলছে এমন সংবাদের ভিত্তিতে কৃষক লাল চাঁন মিয়া ওই জমিতে গেলে আসামি পক্ষের মোঃ জমির হোসেন, মোঃ জহুর আলী, সুমন হোসেন ও মতিয়ার রহমান দেশীয় অস্ত্র দিয়ে লাল চাঁনকে কুপিয়ে আহত করে । স্থানীয়রা উদ্ধার করে মানিকগঞ্জ হাসপাতালে আনলে তার (লাল চাঁন) অবস্থার অবনতি হলে দায়িত্ব প্রাপ্ত চিকিৎসক ঢাকায় রেফার্ড করেন , ঢাকায় নেওয়ার পথে লাল চাঁন মারা যায় ।
পরে ওই সনের ৩ এপ্রিল লাল চাঁনের বাবা শিবালয় থানায় জামাল কাজী বাদী হয়ে ১২ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন । পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রধান আসামিসহ ৮ জনকে গ্রেফতার করে এবং বাকিরা আদালতে আত্মসমর্পণ করেন । পুলিশ ২০১৫ সালের ৫ সেপ্টেম্বর ১২ জনকে আসামি করে আদালতে চার্জশিট প্রদান করেন । ১৩ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত ৪ জনের যাবজ্জীবন কারাদন্ড ও বাকিদের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমানিত না হওয়ায় খালাস প্রদান করেন ।