মানিকগঞ্জ প্রতিনিধি ঃ ১৭ মার্চ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষ্যে মানিকগঞ্জে ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করেছে জেলা প্রশাসন। সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তোবক অর্পন করেন বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে। পরে সকাল ১০ টায় বিজয় মেলার মাঠে বেলুন উড়িয়ে জেলা প্রশাসক এসএম ফেরদৌস বঙ্গবন্ধুর জন্মদিনের আনুষ্ঠান উদ্বোধন করেন। এসময় পুলিশ সুপার রিফাত রহমান শামীম, জেলা পরিষদের চেয়ারম্যান জেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম মহীউদ্দীন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, পৌর মেয়র রমজান আলীসহ বিভিন্ন শ্রেনিপেশার মানুষ উপস্থিত ছিলেন। এক যোগ হাজারো বেলুন উড়ানোর পর শুরু হয় কেক কাটা পর্ব।
১০১ জন শিশুকিশোর মুজিবকোট পরিধান করে একই সারিতে সাজানো ১ পাউন্ড করে ১০১টি কেক কেটে জাতির জনকের জন্মশত বার্ষিকী পালন করেন। কেক কাটার এই ব্যতিক্রমী আয়োজন দেখতে মাঠে উপস্থিত হন বিভিন্ন শ্রেনিপেশার মানুষজন।
পরে মজিব মঞ্চে জাতির জনকের উপর জেলা প্রশাসক এসএম ফেরদৌসের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিপ্লব চক্রবর্তী