নিজস্ব প্রতিবেদক
বন্ধুত্বের বন্ধনে থাকবো আজীবন শ্লোগানে ধানকোড়া গিরীশ ইনস্টিটিউশন প্রাঙ্গনে ২০০৬ সালের এস.এস.সি পরীক্ষার্থী ব্যাচের প্রথম বার্ষিক পূর্নমিলনী অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পূর্নমিলনীর ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ২০০৬ ব্যাচের শিক্ষার্থী ছাড়াও বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান মিলিয়ে বেশ কিছু শিক্ষক। দিনটি শুরুর পূর্বেই সকল ধরণের প্রস্তুতি সম্পন্ন করেন পূর্নমিলনীর আয়োজক কমিটি। অনুষ্ঠানের শুরুতেই সম্মানিত শিক্ষকদেরকে ফুল দিয়ে বরন করে নেওয়া হয়। একই সময়ে ফুল দিয়ে বরন করে নেওয়া হয় অনুষ্ঠানে আগত সকল ব্যক্তিদের। এরপর কোরআন তেলাওয়াত, গীতা পাঠ ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়। ২১ ফেব্রুয়ারিতে প্রাণ দেওয়া ভাষা শহীদ ও বিদ্যালয়ের প্রয়াত শিক্ষকদের স্মরনে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপরই আয়োজক কমিটির সদস্য সচিব রবিউল আওয়াল স্বাগত বক্তব্য দেন। এরই মধ্যে আমন্ত্রিত অতিথিদের সম্মান্ননা প্রদাণ ও বন্ধুদের পড়িয়ে দেওয়া হয় উত্তরনীয়। আয়োজক কমিটির পক্ষ থেকে বিদ্যালয়ে দেওয়া হয় কিছু উপহার সামগ্রী। কাটা হয় বিশাল আকৃতির এক কেক। আয়োজন করা দুপুরের খাবারের। খাবার শেষে জমকালো পরিবেশে উদযাপন করা হয় এক বন্ধুর বিবাহ বার্ষিকী। উৎসবে ভরে উঠে বিদ্যালয় প্রাঙ্গন। শুরু হয়ে যায় সকল বন্ধুদের নানা স্মৃতিময় গল্পের। সকলেই হারিয়ে যায় অতিতের স্মৃতিতে। শুধু বন্ধুদের মিলন মেলাই নয় আয়োজন থাকে শিশুদের জন্যও। শুরু হয় যায় নানা ধরণের খেলুধুলার। বাস্কেট বল, মিউজিক চেয়ার, হাড়ি ভাঙ্গা খেলার আয়োজন করা হয়। আয়োজন থাকে র‌্যাফেল ড্র এর। উৎসবমুখর পরিবেশে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। সবশেষে আয়োজক কমিটির পক্ষ থেকে সমাপনি বক্তব্য রাখেন সাজিদুর রাসেল।