অং সান সুচির বিরুদ্ধে নতুন একটি মামলা দায়ের করা হয়েছে। দেশটির প্রাকৃতিক দুর্যোগ আইন লঙ্ঘনের অভিযোগে মঙ্গলবার এই মামলা দায়ের করা হয়েছে।

এর আগে অবৈধ ওয়াকিটকি রাখার অভিযোগে অভিযুক্ত ছিলেন অং সান সুচি। এদিকে নতুনভাবে নির্বাচন আয়োজন করার প্রতিজ্ঞা করছে মিয়ানমারের সেনাবাহিনী। দেশটিতে এখনও সেনাবিরোধী বিক্ষোভ অব্যাহত রয়েছে। গত ১ ফেব্রুয়ারি সু চি সরকারকে উৎখাত করে সেনাবাহিনী। এর আগে একাধিকবার সু চি সহ তাদের নির্বাচিত নেতাদের মুক্তি দাবি করা হয়েছে।