নোয়াখালীর বসুরহাট পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের আলোচিত মেয়র প্রার্থী আবদুল কাদের মির্জা বিপুল ভোটে জয় লাভ করেছেন। তিনি পেয়েছেন ১০ হাজার ৭৩৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী কামাল উদ্দিন চৌধুরী পেয়েছেন এক হাজার ৭৭৮ ভোট। স্বতন্ত্র প্রার্থী মাওলানা মোশাররফ হোসেন পেয়েছেন এক হাজার ৪৫১ ভোট।
শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৬৬ শতাংশ ভোট পড়েছে। সহিংসতার কোন ঘটনা ঘটেনি।
এর আগে নোয়াখালী জেলা প্রশাসক মো. খোরশেদ আলম ভোটকেন্দ্র পরিদর্শনকালে সাংবাদিকদের বলেন, ভোট শান্তিপূর্ণ ও সুন্দর পরিবেশে হচ্ছে। চারদিকে নিরাপত্তা বেষ্টনী এবং স্ট্রাইকিং ফোর্স নিয়োগ দেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছে।
নোয়াখালী জেলা নির্বাচন কর্মকর্তা রবিউল আলম বলেন, বসুরহাট পৌরসভা নির্বাচনে বেলা ১১টা পর্যন্ত ১৬ শতাংশ ভোট কাস্ট হয়। নারী-পুরুষ বিপুলভাবে অংশগ্রহণ করেন। বিশেষ করে নারী ভোটার বেশি।
দুপুর সাড়ে ১২টায় বিএনপির মেয়র প্রার্থী কামাল উদ্দিন চৌধুরী পৌরসভার ৯নং ওয়ার্ড পরিদর্শনকালে বলেন, এখন পর্যন্ত অবাধ, সুষ্ঠু ও নিরেপক্ষ ভোট হচ্ছে। ৪টা পর্যন্ত এভাবে ভোট হলে আমি বিপুল ভোটে জয়ী হব।
ভোটের ফল ঘোষণার পর আবদুল কাদের মির্জা বলেন, ‘এ জয় বঙ্গবন্ধুর জয়, এ জয় শেখ হাসিনার জয়, এ জয় ওবায়দুল কাদেরের জয়, এ জয় বসুরহাট পৌরবাসীর জয়। আমি এ জয় আমার দলের প্রতিটি নেতাকর্মীর মাঝে উৎসর্গ করে দিলাম। দলমত নির্বিশেষে বসুরহাট পৌরবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
তিনি বলেন, ‘কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাচনী কর্মকর্তা, পুলিশ প্রশাসন, বিজিবি, র্যাবের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি সুষ্ঠু ভোট করার জন্য। জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে পৌরবাসীকে যে ওয়াদা দিয়েছি, তা পূরণ করব। আমি ওবায়দুল কাদেরের প্রতি কৃতজ্ঞ, আমি শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞ, তারা সুন্দর একটা নির্বাচন উপহার দিয়েছেন।’