সটাফ রিপোর্টার
মানিকগঞ্জের শিবালয় উপজেলার দুই শতাধীক দুঃস্থর মধ্যে বাংলাদেশ সেনাববাহিনী শীতবস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করা করেছে। এছাড়াও দুই শতাধীক বিভিন্ন রোগে অসুস্থ্যদের চিকিৎসা সেবা প্রদান করেছে। রোববার বেলা ১২টায় শিবালয় সদরউদ্দিন ডিগ্রি কলেজ প্রাঙ্গনে নবম পদাতিক ডিভিশনের জিওসি এবং সাভার এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ শাহীনুল হক উপস্থিত থেকে এই সহায়তা দুঃস্থদের হাতে তুলে দেন।
এ সময় ওই ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ শাহীনূল হক, ৭১ মেকানাইজড ব্রিগেডিয়ার জেনারেল মো: নাজিম-উদ-দৌলা, অধিনায়ক ১৫ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট লে. কর্নেল মো: ওয়াদুদ উল্লাহ চৌধুরী, মানিকগঞ্জ জেলা প্রশাসক এসএম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, সদর হাসপাতাল সিভিল সার্জন ডা: আনোয়ারুল আমীন আকন্দ, শিবালয় ইউএনও বিএম রুহুল আমীন রিমনসহ সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
দেশে করোনাভাইরাস সংক্রমণের চলমান পরিস্থিতিতে এ অঞ্চলের শতাধিক গরিব-অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে সেনাবাহিনীর বিনামূলে চিকিৎসাসেবা, ত্রাণ সহায়তা ও শীতবস্ত্র বিতরণ সর্বত্র ইতিবাচক সাড়া ফেলেছে।