ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি, ১৬ নভেম্বর। ঘিওরে ২০২০- ২১ অর্থবছরে কৃষি পুনর্বাসন/ প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ঘিওর উপজেলা কৃষি সম্প্রসারন বিভাগ বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরন কর্মসূচির উদ্ভোধন করা হয়।
১৬ নভেম্বর সকাল ১১ টায় ঘিওর উপজেলা পরিষদ মিলানায়তনে, ঘিওর উপজেলা কৃষি সম্প্রসারন বিভাগ আয়োজিত বিতরন অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ঘিওর উপজলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ হাবিবুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার আইরিন আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান ইসতিয়াক আহম্মেদ শামিম, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মাহেলা, উপজেলা কৃষি অফিসার শেখ বিপুল হোসেন, সিংজুরী ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজ, পয়লা ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ সহ আরো অনেকে।
কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় ১৮ হাজার কৃষক এবং প্রণোদনা কর্মসূচির আওতায় ২ হাজার ৯ শত কষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরন করা হয়। সরিষা ফসলের জন্য মাথাপিছু ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিতরন করা হয়। উপজেলা কৃষি অফিসার শেখ বিপুল হোসেন জানান, গম, মশুর, খেসারী, সূর্যমুখী, টমেটো, মরিচ, বরোধান, ভুট্টা ও পেয়াজ ফসলের জন্য প্রতিবিঘা জমিতে বীজ ও রাসায়নিক সার পর্যক্রমে বিতরন করা হবে।