মানিকগঞ্জ প্রতিনিধি;১০ আগস্ট
মানিকগঞ্জের সিংগাইরে ফিজিশিয়ান স্যাম্পল, মেয়াদোত্তীর্ণ ঔষধ ও পণ্য বিক্রি করার অপরাধে চার প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার ।
আজ(১০ আগস্ট) সোমবার জেলা প্রশাসক মানিকগঞ্জ এস এম ফেরদৌস এর নির্দেশনায় সিংগাইর উপজেলার ইসলাম নগর, জয়মন্টপ ও ভূমদক্ষিণ বাজারে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার মানিকগঞ্জ জেলা অফিসের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।
জানা গেছে, মেয়াদোত্তীর্ণ ঔষধ ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির অপরাধে ভাই ভাই ফার্মেসীকে ২৫ হাজার টাকা,মাসুদ ফার্মেসীকে ৫ হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ চিপস ও কোমল পানীয় বিক্রিয় করায় আব্দুল কাদির স্টোরকে ১০হাজার টাকা, গতকালের তৈরি গ্রীলসহ বাসি খাবার বিক্রিয় করায় তোয়া হোটেলকে ৫হাজার টাকাসহ চারটি প্রতিষ্ঠানকে মোট ৪৫,০০০ টাকা জরিমানা করা হয়।
অপর দিকে মুল্য তালিকা প্রদর্শন করতে ও স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা পরিচালনা করতে সতর্ক করা হয়েছে বেশ কিছু প্রতিষ্ঠানকে।
অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আবুল কালাম আজাদ ও ব্যাটালিয়ন আনসার, মানিকগঞ্জ।
জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে বলে জানান,অধিকার মানিকগঞ্জ জেলার সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।